প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমাদের সুবিধার্থে মাধ্যমিক ইতিহাস এর প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা এই অধ্যায় এর সমস্ত MCQ প্রশ্ন + উত্তর SAQ প্রশ্ন উত্তর এমনকি মান ২,৪ এরও গুরুত্তপুরন কিছু প্রশ্ন উত্তর দেওয়া হল। আশা করছি এগুলি তোমাদের রিভিসন এর জন্য অনেক কাজে আসবে।
অতএব সময় নষ্ট না করে নিচে দেওয়া ছোট বড় প্রশ্ন গুলি দেখে নাও।
🔴 সঠিক উত্তরটি নির্বাচন করো ঃ
1. ভারতে ফুটবল/ক্রিকেট খেলার প্রবর্তন করেন- [MP 2017]
(A) ইংরেজরা
(B) ওলন্দাজরা
(C) ফরাসিরা
(D) পোর্তুগিজরা
Ans: (A) ইংরেজরা
2. বিপিনচন্দ্র পাল লিখেছেন- [MP 2017]
(A) সত্তর বৎসর
(B) জীবন স্মৃতি
(C) এ নেশন ইন মেকিং
(D) আনন্দমঠ
Ans: (A) সত্তর বৎসর
3. 'জীবনের ঝরাপাতা'/'জীবনস্মৃতি'/'সত্তর বৎসর' গ্রন্থটি হল একটি- [MP 2018]
(A) উপন্যাস
(B) কাব্যগ্রন্থ
(C) জীবনীগ্রন্থ
(D) আত্মজীবনী
Ans: (D) আত্মজীবনী
4. 'সোমপ্রকাশ' (১৮৫৮ খ্রিস্টাব্দ) ছিল একটি- [MP 2018]
(A) দৈনিক পত্রিকা
(B) সাপ্তাহিক পত্রিকা
(C) পাক্ষিক পত্রিকা
(D) মাসিক পত্রিকা
Ans:
5. মোহনবাগান ক্লাব আই. এফ. এ শিল্ড জয় করেছিল- [MP 2019]
(A) ১৮৯০ খ্রিস্টাব্দে
(B) ১৯০৫ খ্রিস্টাব্দে
(C) ১৯১১ খ্রিস্টাব্দে
(D) ১৯১৭ খ্রিস্টাব্দে
Ans: (c) ১৯১১ খ্রিস্টাব্দে
6. দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন-
(A) চলচ্চিত্রের সঙ্গে
(B) ক্রীড়া জগতের সঙ্গে
(C) স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে
(D) পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে [MP 2019]
Ans: (A) চলচ্চিত্রের সঙ্গে
7. 'বিশ্ব পরিবেশ দিবস' পালিত হয়- [১৯৭৪ সাল থেকে] [MP 2020]
(A) ৮ জানুয়ারি
(৪) ২৪ ফেব্রুয়ারি
(C) ৮ মার্চ
(D) ৫ জুন
Ans: (D) ৫ জুন
৪. ভারতীয়রা আলু, পেঁপে, পেয়ারা, পাউরুটি, কাঁচা লঙ্কা প্রভৃতির ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে- [MP 2020]
(A) পোর্তুগিজদের
(B) ইংরেজদের
(c) মোগলদের
(D) ওলন্দাজদের
Ans: (A) পোর্তুগিজদের
9. সত্যজিৎ রায় যুক্ত ছিলেন- [MP 2022]
(A) খেলার ইতিহাসে
(B) শহরের ইতিহাসে
(C) নারীর ইতিহাসে
(D) শিল্পচর্চার ইতিহাসে
Ans: (D) শিল্পচর্চার ইতিহাসে
10. রেশম আবিষ্কৃত হয়- [MP 2022]
(A) ভারতে
(B) রোমে
(C) পারস্যে
(D) চিনদেশে
Ans: (D) চিনদেশে
11. 'নিষিদ্ধ শহর' বলা হয়- [MP 2022]
(A) লাসাকে
(B) বেইজিংকে
(C) রোমকে
(D) কনস্ট্যান্টিনোপলকে
Ans: (A) লাসাকে
12. 'বঙ্গদর্শন' ছিল একটি- [MP 2022]
(A) দৈনিক পত্রিকা
(B) সাপ্তাহিক পত্রিকা
(C) পাক্ষিক পত্রিকা
(D) মাসিক পত্রিকা
Ans: (D) মাসিক পত্রিকা
13. র্যাচেল কারসন যুক্ত ছিলেন- [MP 2023]
(A) আঞ্চলিক ইতিহাসে
(B) নারীর ইতিহাসে
(C) পরিবেশের ইতিহাসে
(D) শহরের ইতিহাসে।
Ans: (C) পরিবেশের ইতিহাসে
14. বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শনের সম্পাদনা করেন- [MP 2023]
(A) তিন বছর
(B) চার বছর
(C) দশ বছর
(D) বারো বছর
Ans: (B) চার বছর
15. উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন- [MP 2024]
(A) শহরের ইতিহাসে
(B) স্থানীয় ইতিহাসে
(c) শিল্পচর্চার ইতিহাসে
(D) বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে
Ans: (D) বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে
16. 'নদীয়া কাহিনী' গ্রন্থটি রচনা করেন- [MP 2024]
(A) নিখিলনাথ রায়
(C) সতীশচন্দ্র মিত্র
(B) কুমুদরঞ্জন মল্লিক
(D) কুমুদনাথ মল্লিক
Ans: (D) কুমুদনাথ মল্লিক
17. 'বঙ্গদর্শন' প্রথম প্রকাশিত হয়- [MP 2025]
(A) ১৮১৮ খ্রিস্টাব্দে
(B) ১৮৫৮ খ্রিস্টাব্দে
(C) ১৮৭২ খ্রিস্টাব্দে
(D) ১৮৭৫ খ্রিস্টাব্দে
Ans: (C) ১৮৭২ খ্রিস্টাব্দে
18. কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্ভুক্ত হবে- [পর্যদ নমুনা প্রশ্ন)
(A) ফটোগ্রাফির ইতিহাসে
(B) খেলাধুলার ইতিহাসে
(C) বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসে
(D) পরিবেশের ইতিহাসে
Ans: (C) বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসে
19. বাংলার নমঃশূদ্র আন্দোলনের ইতিহাস-
(A) পরিবেশের ইতিহাসচর্চার বিষয়
(C) সামাজিক ইতিহাসচর্চার বিষয়
(B) শহরের ইতিহাসচর্চার বিষয়
(D) সামরিক ইতিহাসচর্চার বিষয়
Ans: (C) সামাজিক ইতিহাসচর্চার বিষয়
20. সরকারি মহাফেজখানায় পাওয়া যাবে- [পর্ষদ নমুনা প্রশ্ন]
(A) সরকারি আধিকারিকদের প্রতিবেদন
(B) রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি
(C) সরলাদেবী চৌধুরানির জীবনের ঝরাপাতা
(D) ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর চিঠির সংকলন
Ans: (A) সরকারি আধিকারিকদের প্রতিবেদন
21. ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত-
(A) শহরের ইতিহাসচর্চার বিষয়
(B) নারীর ইতিহাসচর্চার বিষয়
(c) পরিবেশের ইতিহাসচর্চার বিষয়
(D) খাদ্যাভ্যাসের ইতিহাসচর্চার বিষয়
Ans: (c) পরিবেশের ইতিহাসচর্চার বিষয়
22. ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান-
(A) সাময়িকপত্র
(B) সরকারি নথি
(C) সংবাদপত্র
(D) স্মৃতিকথা
Ans: (B) সরকারি নথি
23. পরিবেশের ইতিহাসচর্চা কোথায় প্রথম শুরু হয়?
(A) ইংল্যান্ড
(B) ফ্রান্স
(c) আমেরিকা যুক্তরাষ্ট্র
(D) জার্মানি
Ans: (c) আমেরিকা যুক্তরাষ্ট্র
24. সামরিক ইতিহাসচর্চা কোথায় প্রথম শুরু হয়?
(A) ইংল্যান্ড
(B) ফ্রান্স
(C) আমেরিকা যুক্তরাষ্ট্র
(D) জার্মানি
Ans: (A) ইংল্যান্ড
25. সরলাদেবীর আত্মজীবনী 'জীবনের ঝরাপাতা' কবে গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয়?
(A) ১৯৪৪ খ্রিস্টাব্দে
(B) ১৯৫৪ খ্রিস্টাব্দে
(C) ১৯৫৯ খ্রিস্টাব্দে
(D) ১৯৭৫ খ্রিস্টাব্দে
Ans: (D) ১৯৭৫ খ্রিস্টাব্দে
26. পরিবেশ রক্ষার্থে কর্ণাটকে 'আপ্পিকো আন্দোলন' সংঘটিত হয়েছিল-
(A) ১৯৪৪ খ্রিস্টাব্দে
(৫) ১৯৫৯ খ্রিস্টাব্দে
(B) ১৯৫৪ খ্রিস্টাব্দে
(D) ১৯৭৩ খ্রিস্টাব্দে
Ans: (D) ১৯৭৩ খ্রিস্টাব্দে
27. পরিবেশ রক্ষার্থে কেরালায় সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংঘটিত হয়েছিল-
(A) ১৯৪৪ খ্রিস্টাব্দে
(৫) ১৯৫৯ খ্রিস্টাব্দে
(B) ১৯৫৪ খ্রিস্টাব্দে
(D) ১৯৭৩ খ্রিস্টাব্দে
Ans: (D) ১৯৭৩ খ্রিস্টাব্দে
28. 'বঙ্গদর্শন'-এর কোন্ সময়কালকে 'বঙ্কিমচন্দ্রের যুগ' বলা হয়?
(A) ১৮৭২-৭৬ খ্রিস্টাব্দ
(B) ১৮৭২-৭৮ খ্রিস্টাব্দ
(C) ১৮৭২-৮০ খ্রিস্টাব্দ
(D) ১৮৭২-৮৭ খ্রিস্টাব্দ
Ans: (A) ১৮৭২-৭৬ খ্রিস্টাব্দ
29. 'বঙ্গদর্শন'-এর কোন্ সময়কালকে 'সঞ্জীবচন্দ্রের যুগ' বলা হয়?
(A) ১৮৭২-৭৬ খ্রিস্টাব্দ
(B) ১৮৭২-৭৮ খ্রিস্টাব্দ
(C) ১৮৭৬-৮৭ খ্রিস্টাব্দ
(D) ১৮৭২-৮৭ খ্রিস্টাব্দ
Ans: (C) ১৮৭৬-৮৭ খ্রিস্টাব্দ
30. রেশম, কাগজ, বাবুদ প্রভৃতি কোথায় প্রথম আবিষ্কৃত হয়?
(A) আরবে
(B) ভারতে
(c) চিনে
(D) জার্মানিতে
Ans: (c) চিনে
31. বর্তমানের আধুনিক শহরগুলিকে কী বলা হয়?
(A) অ্যাক্টোপলিস
(B) নেক্রোপলিস
(c) মেট্রোপলিস
(D) পার্সেপলিস
Ans: (c) মেট্রোপলিস
32. বর্তমানে ইতিহাসের যে ধারা সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছে, তা হল—
(A) জাতীয়তাবাদী ইতিহাসচর্চা
(B) নতুন সামাজিক ইতিহাসচর্চা
(C) স্থানীয় ইতিহাসচর্চা
(D) সামরিক ইতিহাসচর্চা
Ans: (B) নতুন সামাজিক ইতিহাসচর্চা
33. নতুন সামাজিক ইতিহাসচর্চার সূত্রপাত-
(A) ১৯৩০-৪০-এর দশকে
(B) ১৯৪০-৫০-এর দশকে
(c) ১৯৫০-৬০-এর দশকে
(D) ১৯৬০-৭০-এর দশকে
Ans: (D) ১৯৬০-৭০-এর দশকে
34. নতুন সামাজিক ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য হল-
(A) সমাজের উচ্চবর্গের জীবনধারণ প্রণালী আলোচনা
(B) বিভিন্ন সভ্যতার পতনের কারণ বিশ্লেষণ
(C) নিম্নবর্গের ইতিহাস পর্যালোচনা
(D) আবহাওয়া ও কৃষি-সংক্রান্ত আলোচনা
Ans: (C) নিম্নবর্গের ইতিহাস পর্যালোচনা
35. 'অ্যানালস্' পত্রিকায় কাদের ইতিহাস তুলে ধরা হত-
(A) নিম্নবর্গীয় জনগোষ্ঠীর
(B) রাজা-মহারাজাদের
(c) ব্রিটিশ জাতির
(D) ফরাসি জাতির
Ans: (A) নিম্নবর্গীয় জনগোষ্ঠীর
36. ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চার জনক-
(A) পার্থ চট্টোপাধ্যায়
(B) গৌতম ভদ্র
(C) রমেশচন্দ্র মজুমদার
(D) রণজিৎ গুহ
Ans: (D) রণজিৎ গুহ
37. সমাজের প্রান্তিক স্তরের মানুষের কথা স্থান পায় কাদের ইতিহাসচর্চায়-
(A) জাতীয়তাবাদী ঐতিহাসিকদের
(B) নিম্নবর্গীয় ঐতিহাসিকদের
(C) মার্কসবাদী ঐতিহাসিকদের
(D) সাম্রাজ্যবাদী ঐতিহাসিকদের
Ans: (B) নিম্নবর্গীয় ঐতিহাসিকদের
38. 'জীবনের ঝরাপাতা' যে পত্রিকায় নিয়মিত প্রকাশিত হত-
(A) সোমপ্রকাশ
(B) প্রবাসী
(C) দেশ
(D) বঙ্গদর্শন
Ans: (C) দেশ
39. 'জীবনস্মৃতি' (এবং 'সত্তর বৎসর') যে পত্রিকায় নিয়মিত প্রকাশিত হত-
(A) সোমপ্রকাশ
(B) প্রবাসী
(C) দেশ পত্রিকা
(D) বঙ্গদর্শন
Ans: (B) প্রবাসী
40. সরলাদেবী চৌধুরানি লিখেছেন-
(A) সত্তর বৎসর
(B) জীবনস্মৃতি
(C) জীবনের ঝরাপাতা
(D) আনন্দমঠ
Ans: (C) জীবনের ঝরাপাতা
41. রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন-
(A) সত্তর বৎসর
(B) জীবনস্মৃতি
(C) জীবনের ঝরাপাতা
(D) আনন্দমঠ
Ans: (B) জীবনস্মৃতি
42. 'সোমপ্রকাশ' পত্রিকার সম্পাদক ছিলেন-
(A) দ্বারকানাথ বিদ্যাভূষণ
(B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(C) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(D) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
Ans: (A) দ্বারকানাথ বিদ্যাভূষণ
43. সাপ্তাহিক 'সোমপ্রকাশ' সাময়িকপত্র প্রথম প্রকাশিত হয়-
(A) ১৮১৮ খ্রিস্টাব্দে
(B) ১৮৬৩ খ্রিস্টাব্দে
(c) ১৮৫৮ খ্রিস্টাব্দে
(D) ১৮৭৫ খ্রিস্টাব্দে
Ans: (c) ১৮৫৮ খ্রিস্টাব্দে
44. 'সোমপ্রকাশ' পত্রিকা ব্রিটিশের রোষানলে পড়ে সাময়িক বন্ধ হয়ে যায়-
(A) ১৮৭৬ খ্রিস্টাব্দে
(B) ১৮৭৮ খ্রিস্টাব্দে
(C)১৭৮০ খ্রিস্টাব্দে
(D) ১৭৮২ খ্রিস্টাব্দে
Ans: (B) ১৮৭৮ খ্রিস্টাব্দে
45. বাংলার প্রথম রাজনৈতিক সংবাদপত্র-
(A) দিগ্দর্শন
(B) সমাচার দর্পণ
(C) সম্বাদ কৌমুদি
(D) সোমপ্রকাশ
Ans: (D) সোমপ্রকাশ
46. 'বঙ্গদর্শন' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-
(A) দ্বারকানাথ বিদ্যাভূষণ
(B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(C) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(D) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
Ans: (B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
47. বঙ্গদর্শন সাময়িকপত্রে 'বন্দেমাতরম্' সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয়েছিল-
(A) ১৮৭২ খ্রিস্টাব্দে
(B) ১৮৭৪ খ্রিস্টাব্দে
(c) ১৮৭৫ খ্রিস্টাব্দে
(D) ১৭৮২ খ্রিস্টাব্দে
Ans: (c) ১৮৭৫ খ্রিস্টাব্দে
48. ভারতে চিপকো (এবং নর্মদা বাঁচাও) আন্দোলন ছিল একটি-
(A) কৃষক আন্দোলন
(B) শ্রমিক আন্দোলন
(C) পরিবেশ আন্দোলন
(D) ভাষা আন্দোলন
Ans: (C) পরিবেশ আন্দোলন
49. 'আন্তর্জাতিক নারীবর্ষ'রূপে স্বীকৃতি পেয়েছে- [বিশ্বনারী দিবস ৮ মার্চ]
(A) ১৯৭৫ খ্রিস্টাব্দে
(B) ১৯৮৫ খ্রিস্টাব্দে
(C) ১৯৬৫ খ্রিস্টাব্দে
(D) ১৯৯৫ খ্রিস্টাব্দে
Ans: (A) ১৯৭৫ খ্রিস্টাব্দে
50. দাবা (এবং ক্যারাম, কাবাডি, ভলি) খেলার উৎপত্তি-
(A) ইংল্যান্ডে
(B) ভারতে
(C) দক্ষিণ আফ্রিকায়
(D) অস্ট্রেলিয়ায়
Ans: (B) ভারতে
51. ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাব হল-
(A) ইস্টবেঙ্গল
(B) মোহনবাগান
(C) শোভাবাজার
(D) এরিয়ান স্পোর্টিং ক্লাব
Ans: (B) মোহনবাগান
52. আই এফ. এ শিল্ড জয়ী মোহনবাগান দলের অধিনায়ক ছিলেন
(A) শৈলেন মান্না
(B) চুনি গোস্বামী (
C) প্রসূন বন্দ্যোপাধ্যায়
(D) শিবদাস ভাদুড়ি
Ans: (D) শিবদাস ভাদুড়ি
53. ভারতে চলচ্চিত্রের পথিকৃৎ (/রাজা হরিশচন্দ্র সিনেমার পরিচালক)-
(A) সত্যজিৎ রায়
(B) মৃণাল সেন
(C) দাদাসাহেব ফালকে
(D) ঋত্বিক ঘটক
Ans: (C) দাদাসাহেব ফালকে
54. ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র-
(A) আলমআড়া (হিন্দি)
(B) রাজা হরিশচন্দ্র
(C) জামাইষষ্ঠী
(D) বিল্বমঙ্গল
Ans: (B) রাজা হরিশচন্দ্র
55. ভারতে নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র-
(A) আলমআড়া (হিন্দি)
(B) রাজা হরিশচন্দ্র
(C) জামাইষষ্ঠী
(D) বিল্বমঙ্গল
Ans: (A) আলমআড়া (হিন্দি)
56. বাংলা ভাষায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র-
(A) আলমআড়া
(B) রাজা হরিশচন্দ্র
(C) জামাইষষ্ঠী
(D) বিল্বমঙ্গল
Ans: (C) জামাইষষ্ঠী
57. ভারতে চলচ্চিত্রের প্রথম উদ্ভব ঘটে-
(A) ১৮৯৬ খ্রিস্টাব্দে
(B) ১৮৯৭ খ্রিস্টাব্দে
(C) ১৯১৩ খ্রিস্টাব্দে
(D) ১৮৯৫ খ্রিস্টাব্দে
Ans: (C) ১৯১৩ খ্রিস্টাব্দে
58. ভারতনাট্যম নৃত্যটি মূলত ভারতের কোন্ রাজ্যের নৃত্যশৈলী?
(A) তামিলনাড়ু
(B) কেরালা
(C) অন্ধ্রপ্রদেশ
(D) মণিপুর
Ans: (A) তামিলনাড়ু
59. ছৌ নৃত্য পশ্চিমবঙ্গের কোন্ জেলায় সর্বাধিক জনপ্রিয়?
(A) বাঁকুড়া
(B) বীরভূম
(C) পুরুলিয়া
(D) পশ্চিম মেদিনীপুর
Ans: (C) পুরুলিয়া
60. ভারতে যোগাযোগ ব্যবস্থায় আধুনিক যুগের সূত্রপাত করেন- আধুনিক ভারতীয় পরিবহন ব্যবস্থার জনক/ভারতীয় রেলপথের জনক/ভারতীয় টেলিগ্রাফের জনক-
(A) লর্ড ডালহৌসি
(B) লর্ড কর্ণওয়ালিশ
(C) লর্ড আমহার্স্ট
(D) লর্ড ওয়েলেসলি
Ans: (A) লর্ড ডালহৌসি
61. ভারতে রেল পরিবহন ব্যবস্থার প্রবর্তন ঘটে-
(A) ১৮৫৮ খ্রিস্টাব্দে
(B) ১৮৫৩ খ্রিস্টাব্দে
(c) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(D) ১৮৬২ খ্রিস্টাব্দে
Ans: (B) ১৮৫৩ খ্রিস্টাব্দে
62. ভারতের কোন্ রাজ্যে প্রথম রেলপথ স্থাপিত হয়?
(A) পাঞ্জাব
(B) মহারাষ্ট্র
(C) হরিয়ানা
(D) গুজরাট
Ans: (B) মহারাষ্ট্র
63. ভারতে শেরওয়ানি পরিধানের রীতি প্রচলন করেন-
(A) কুষাণরা
(B) মোগলরা
(C) পারসিকরা
(D) হুণরা
Ans: (A) কুষাণরা
64. ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ (আঞ্চলিক ইতিহাসের একটি উদাহরণ) হল-
(A) ঋকবেদ
(B) রাজতরঙ্গিণী
(c) বাঙ্গালার ইতিহাস
(D) কলকাতার ইতিবৃত্ত
Ans: (B) রাজতরঙ্গিণী
65. অস্কার পুরস্কার প্রদান করা হয় যে বিশেষ ক্ষেত্রে পারদর্শিতার জন্য-
(A) সিনেমা
(B) নাটক
(c) চিত্রকলা
(D) সমাজসেবা
Ans: (A) সিনেমা
66. অস্কার বিজয়ী ভারতীয় চিত্র পরিচালক-
(A) মৃণাল সেন
(B) সত্যজিৎ রায়
(C) ঋত্বিক ঘটক
(D) রাজকুমার হিরানি
Ans: (B) সত্যজিৎ রায়
67. সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র-
(A) অপুর সংসার
(B) হীরক রাজার দেশে
(C) পথের পাঁচালি
(D) শাখা-প্রশাখা
Ans: (C) পথের পাঁচালি
68. ভাটিয়ালি সঙ্গীত যে শ্রমজীবি জনগোষ্ঠীর কাছে বিশেষ জনপ্রিয়-
(A) কৃষক
(B) মাঝি-মাল্লা
(C) শ্রমিক
(D) তাঁতি
Ans: (B) মাঝি-মাল্লা
69. কৌশিক বন্দ্যোপাধ্যায় (বোরিয়া মজুমদার/গৌতম ভট্টাচার্য) যে ধরনের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত-
(A) পোশাক-পরিচ্ছদ
(৪) খেলাধুলা
(C) খাদ্যাভ্যাস
(D) ফটোগ্রাফি
Ans: (৪) খেলাধুলা
70. রসগোল্লার আবিষ্কারক হিসেবে খ্যাত-
(A) কেশবচন্দ্র দাস
(B) ভোলা ময়রা
(C) নবীনচন্দ্র দাস
(D) হরিপদ ভৌমিক
Ans: (C) নবীনচন্দ্র দাস
71. 'রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার' গ্রন্থের লেখক-
(A) কেশবচন্দ্র দাস
(B) ভোলা ময়রা
(C) নবীনচন্দ্র দাস
(D) হরিপদ ভৌমিক
Ans: (D) হরিপদ ভৌমিক
72. নাট্যচর্চা প্রথম শুরু হয়েছিল যে দেশে-
(A) ইটালি
(B) ইংল্যান্ড
(c) গ্রিস
(D) ভারত
Ans: (c) গ্রিস
73. ভিক্টোরিয়া মেমোরিয়ালের ইতিহাস অন্তর্ভুক্ত হবে-
(A) বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসে
(B) স্থাপত্য শিল্পের ইতিহাসে
(C) শহরের ইতিহাসে
(D) রাজ-রাজরার বৃত্তান্তে
Ans: (B) স্থাপত্য শিল্পের ইতিহাসে
74. 'লেটারর্স ফ্রম অ্যা ফাদার টু হিজ ডটার' (১৯২৯ খ্রিস্টাব্দ) শীর্ষক পত্র সংকলনে মোট কয়টি চিঠি স্থান পেয়েছে?
(A) ২৮টি
(B) ২৯টি
(c) ৩০টি
(D) ৩১টি
Ans: (c) ৩০টি
75. ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দিতে অনুবাদ করেন-
(A) মুনসি প্রেমচাঁদ
(B) টেকচাঁদ ঠাকুর
(C) লালা দীনদয়াল
(D) কৃষ্ণকান্ত উপাধ্যায়
Ans: (A) মুনসি প্রেমচাঁদ
76. কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা (১৬৯০ খ্রিস্টাব্দ) হিসেবে খ্যাত-
(A) ওয়ারেন হেস্টিংস
(B) জব চার্নক
(C) জোয়ান স্কট
(D) রবার্ট ক্লাইভ
Ans: (B) জব চার্নক
77. ভারতীয় খাদ্যাভাসে বিরিয়ানী (এবং মোগলাই পরোটা)-র প্রচলন ঘটায়-
(A) ইংরেজরা
(B) ফরাসিরা
(C) মোগলরা
(D) পোর্তুগিজরা
Ans: (C) মোগলরা
78. ভারতের বর্তমান রাজধানী (নতুন দিল্লি) শহরের প্রতিষ্ঠাতা কারা?
(A) মোগলরা
(B) ব্রিটিশরা
(C) ফরাসিরা
(D) সুলতানি শাসকরা
Ans: (B) ব্রিটিশরা
79. পশ্চিমবঙ্গের বর্তমান রাজধানী (কলকাতা) শহরের প্রতিষ্ঠাতা কারা?
(A) মোগলরা
(B) ব্রিটিশরা
(C) ফরাসিরা
(D) বাংলার নবাবরা
Ans: (B) ব্রিটিশরা
8০. 'কথক' ভারতের কোন্ অঞ্চলের নৃত্য?
(A) তামিলনাড়ু
(B) কেরালা
(C) অন্ধ্রপ্রদেশ
(D) উত্তরপ্রদেশ
Ans: (D) উত্তরপ্রদেশ
81. ধুতি ও পাজামার সমন্বয়ে একটি সর্বভারতীয় পরিচ্ছদ প্রচলনের চেষ্টা করেন-
(A) মলয় রায়
(B) সম্রাট আকবর
(C) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
(D) সুভাষচন্দ্র বসু
Ans:
82. বাংলায় কীর্তন গানের প্রচার করেন-
(A) শ্রীচৈতন্যদেব
(B) কৃষ্ণদাস কবিরাজ
(C) জয়দেব
(D) বিদ্যাপতি
Ans: (A) শ্রীচৈতন্যদেব
83. বিখ্যাত চারমিনার স্থাপত্যটি ভারতের কোন্ শহরে অবস্থিত?
(A) দিল্লি
(B) পশ্চিমবঙ্গ
(C) হায়দ্রাবাদ
(D) উত্তরপ্রদেশ
Ans: (C) হায়দ্রাবাদ
84. 'ভারতীয় ফুটবলের জনক' রূপে খ্যাত-
(A) পি. কে. ব্যানার্জী
(B) শৈলেন মান্না
(C) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
(D) বাইচুং ভুটিয়া
Ans: (C) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
🔴 একটি বাক্যে উত্তর দাও ঃ
1. 'সোমপ্রকাশ' পত্রিকার সম্পাদক কে ছিলেন? [MP 2017]
উত্তর : দ্বারকানাথ বিদ্যাভূষণ
2. সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? [MP 2017 & 2024]
উত্তর : সরকারি মহাফেজখানা ও লেখ্যাগারে
3. বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কী? [MP 2020]
উত্তর : 'সত্তর বৎসর'
4. একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো। [MP 2025]
উত্তর : রাজতরঙ্গিণী
5. কোন্ বছর ভারতে প্রথম রেল যোগাযোগ স্থাপিত হয়? [MP 2025]
উত্তর : ১৮৫৩ সালে
6. প্রকাশের কত বছর পর সোমপ্রকাশ এর প্রকাশনা সাময়িক কালের জন্য বন্ধ হয়ে যায়?
উত্তর : ২০ বছর
7. 'গোলাপী শহর' (Pink City) কাকে বলা হয়?
উত্তর : জয়পুর-কে
8. 'নীল শহর' (Blue City) কাকে বলা হয়?
উত্তর : যোধপুর-কে
9. 'স্বপ্ন নগরী'/'মায়ানগরী' (City of Dreams) কাকে বলা হয়?
উত্তর : মুম্বাই-কে
10. আদি রসগোল্লার আবিষ্কারক কে?
উত্তর : হারাধন ময়রা
11. 'ইকো ফেমিনিজম' শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর : ফ্রাঁসোয়া দোবান (১৯৭০-এর দশকে)
12. ভারতীয় সঙ্গীত শাস্ত্রের প্রাচীনতম উৎস কোল্টিন্ট?
উত্তর : সাম বেদ
13. প্রফেসার প্রিয়নাথ বোস কীসের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর : সার্কাস-এর সঙ্গে
14. 'বাঙালির সার্কাসের জনক'/'দ্যা গ্রেট বেঙ্গল সার্কাসের' প্রতিষ্ঠাতা কে?
উত্তর : প্রফেসার প্রিয়নাথ বোস
15. সরলাদেবী চৌধুরানির আত্মজীবনী গ্রন্থের নাম কী? [পর্ষদ নমুনা প্রশ্ন]
উত্তর : 'জীবনের ঝরাপাতা'
16. 'বঙ্গদর্শন' সাময়িকপত্র কে প্রবর্তন করেন? [পর্ষদ নমুনা প্রশ্ন
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
17. কোন্ সময়কালকে 'আন্তর্জাতিক নারী দশক' হিসেবে চিহ্নিত করা হয়?
উত্তর : ১৯৭৫-৮৫ কালপর্বকে
18. 'তিন-কাঠির খেলা' কাকে বলা হয়?
উত্তর : ফুটবল-কে
19. কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলি (১৯২৯) কী শিরোনামে প্রকাশিত হয়েছে?
উত্তর : 'Letters From A Father to His Daughter' শিরোনামে
20. আইএফ.এ-র পুরো নাম কী?
উত্তর : ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন
21. ঋত্বিক ঘটক পরিচালিত একটি চলচ্চিত্রের নাম লেখো।
উত্তর : মেঘে ঢাকা তারা/কোমল গান্ধার
22. মৃণাল সেন পরিচালিত একটি চলচ্চিত্রের নাম লেখো।
উত্তর : কলকাতা ৭৪/ইন্টারভিউ
23. 'সিটি অফ জয়'/'ফুটবলের মক্কা' হিসেবে কোন্ শহর পরিচিত?
উত্তর : কলকাতা
24. ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত?
উত্তর : নতুন দিল্লিতে
25. অলিম্পিক খেলার উৎপত্তি (৭৭৬ খ্রিস্টপূর্বাব্দ) হয় কোন্ দেশে?
উত্তর : গ্রিস দেশে
26. নর্মদা বাঁচাও আন্দোলনের (১৯৮৫ খ্রিস্টাব্দ) নেত্রী কে ছিলেন?
উত্তর : মেধা পাটেকর
27. চিপকো আন্দোলনের (১৯৭৪ খ্রিস্টাব্দ) নেতা কে ছিলেন?
উত্তর : সুন্দরলাল বহুগুণা
28. ধ্যানচাঁদ কোন্ খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর : হকি (তিনি 'হকির জাদুকর' নামে পরিচিত)
29. পি. কে. ব্যানার্জি/শৈলেন মান্না/চুনি গোস্বামী/প্রসূন বন্দ্যোপাধ্যায় কোন্ খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর : ফুটবল
30. বর্তমানে ভারতের একটি সরকারি গোয়েন্দা সংস্থার নাম লেখো।
উত্তর : সি. বি. আই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশান)
31. প্রাচীন ভারতের একটি শিল্পরীতির নাম লেখো।
উত্তর : গান্ধার শিল্প, (গ্রিক, রোমান ও ভারতীয় শিল্পরীতির সমন্বয়)
32. ভারতে ইন্দো-পারসিক স্থাপত্যরীতি/মোগল স্থাপত্য শিল্পের সর্বশ্রেষ্ঠ নিদর্শন কোন্টি?
উত্তর : তাজমহল
33. 'ভদ্রলোকের খেলা' (Gentleman's game)/খেলার রাজা/'বাইশ গজের খেলা' কাকে বলা হয়?
উত্তর : ক্রিকেট
34. বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর : ১৯৯২ খ্রিস্টাব্দে (ব্রাজিলের রিও-ডি-জেনিরো শহরে)
35. সরকারি নথিপত্রের একটি উদাহরণ দাও।
উত্তর : নেতাজির অন্তর্ধান বিষয়ক মুখার্জি কমিশনের রিপোর্ট (২০০৫ খ্রিস্টাব্দে)
36. ভারতের কোন্ রাজ্যে রসগোল্লা আবিষ্কৃত হয়েছে?
উত্তর : পশ্চিমবঙ্গে
37. 'পিরামিডের দেশ' কাকে বলা হয়?
উত্তর : মিশরকে
38. বিশ্বক্রীড়ার প্রাচীনতম আসর কোন্টি?
উত্তর : অলিম্পিক
39. সোমপ্রকাশ পত্রিকার প্রথম প্রকাশক কে ছিলেন?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
40. কোন্ প্রাচীন সভ্যতায় সিটাডেল দেখতে পাওয়া যায়?
উত্তর : হরপ্পা সভ্যতায়
41. প্ল্যাডিয়েটার-এর লড়াই কোন্ প্রাচীন সভ্যতায় প্রচলিত হয়?
উত্তর : রোমান সভ্যতায়
42. ভারতে গজল, কাওয়ালি, খেয়াল, তারানা সঙ্গীতের প্রবর্তন করেন কে?
উত্তর : আমির খসরু
43. ঠুংরি সঙ্গীতের প্রবর্তন করেন কে?
উত্তর : ওয়াজিদ আলি শাহ্
🔴 সত্য বা মিথ্যা নির্ণয় করো ঃ
1. মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শংকর। [সত্য] [MP 2018]
2. 'সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। [সত্য] [MP 2019]
3. 'নদীয়া কাহিনী' গ্রন্থটি 'শহরের ইতিহাস'-এর অন্তর্গত। [মিথ্যা] [MP 2020]
4. সঙ্গীত স্থাপত্যের ইতিহাসচর্চার অংশ। [মিথ্যা] [পর্ষদ নমুনা প্রশ্ন]
5. বিপিনচন্দ্র পালের লেখা 'সত্তর বৎসর' একটি সরকারি নথি। [মিথ্যা] [পর্যদ নমুনা প্রশ্ন]
6. বিপিনচন্দ্র পালের আত্মজীবনীতে ভারতসভা/হিন্দু মেলা/সমকালীন কলকাতার প্রসঙ্গ উঠে এসেছে। [সত্য]
7. 'ভারতী' পত্রিকার সম্পাদক ছিলেন সরলাদেবী চৌধুরানি। [সত্য]
৪. 'প্রতাপাদিত্য উৎসব', 'উদয়াদিত্য উৎসব' এবং 'বীরাষ্টমী ব্রত' পালনের সূচনা করেন মহারানা প্রতাপ সিংহ। [মিথ্যা]
9. 'সোমপ্রকাশ' পত্রিকা ব্রিটিশের রোষানলে পড়ে সাময়িক বন্ধ হয়ে যায়। [সত্য]
10. ইন্টারনেটে প্রাপ্ত সমস্ত তথ্যই সত্য। [মিথ্যা]
11. প্রাচীন রোমে অ্যাম্ফিথিয়েটার নামক ক্রীড়াঙ্গন গড়ে উঠেছিল। [সত্য]
12. 'জীবনস্মৃতি'তে উল্লিখিত স্বাদেশিকতার গোপন সভার সভাপতি ছিলেন রাজনারায়ণ বসু। [সত্য]
13. বঙ্গদর্শন সাময়িকপত্রে 'বন্দেমাতরম্' সঙ্গীতটি প্রকাশিত হয়েছিল। [সত্য]
14. ব্যক্তিগত চিঠিপত্রে ইতিহাসের উপাদান পাওয়া সম্ভব নয়। [মিথ্যা]
15. নতুন সামাজিক ইতিহাস আসলে সমাজের উচ্চবিত্তের কার্যকলাপ পর্যালোচনার ইতিহাস। [মিথ্যা]
16. ১৯১১ খ্রিস্টাব্দে আই. এফ. এ শিল্ডের ফাইনালে মোহনগাবান দল শ্বেতাঙ্গ 'ইস্ট ইয়র্কশায়ার
রেজিমেন্ট' দলকে পরাস্ত করেছিল। [সত্য]
17. সোমপ্রকাশ পত্রিকা নীলবিদ্রোহকে সমর্থন করেছিল। [সত্য]
18. টপ্পা গানকে মধ্যবিত্ত বাঙালিসমাজে জনপ্রিয় করে তোলেন রামনিধি গুপ্ত (নিধু বাবু), রামকুমার
চট্টোপাধ্যায় প্রমুখ। [সত্য]
19. বর্তমানে পরিবেশ সচেতনতার পাঠরূপে স্কুলপাঠ্য পুস্তকে 'পরিবেশ' নামটিকে যুক্ত করা হয়েছে।
[সত্য]
20. প্রাচীন সুমেরীয় সভ্যতায় 'জিগুরাত' নামক ধর্মীয় স্থাপত্য গড়ে উঠেছিল। [সত্য]
🔴 Special Tips :
| বিখ্যাত গবেষণাগ্রন্থ | লেখক |
|---|---|
| সাবঅল্টার্ন স্টাডিজ, Elementary Aspects of Peasant Insurgency in Colonial India | রণজিৎ গুহ |
| রসগোল্লা:বাংলার জগৎমাতানো আবিষ্কার | হরিপদ ভৌমিক |
| বঙ্গীয় নাট্যশালার ইতিহাস | ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় |
| খেলা যখন ইতিহাস | কৌশিক বন্দ্যোপাধ্যায় |
| Twenty-two Yards to Freedom/স্বাধীনতার বাইশ গজ | বোরিয়া মজুমদার |
| A History of Hindu Chemistry/হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস | আচার্য প্রফুল্লচন্দ্র রায় |
| সাইলেন্ট স্প্রিং, দ্যা সী অ্যারাউন্ড অ্যাস | র্যাচেল কার্সেন |
| গ্রিন ইম্পিরিয়ালিজম | রিচার্ড গ্রোভ |
| ইকোলজিক্যাল ইম্পিরিয়ালিজম | আলফ্রেড ক্রসবি |
| দ্য হোল ভেজিটেবিল | সোফি গর্ডন |
| সায়েন্স অ্যান্ড দ্য রাজ | দীপক কুমার |
| বাস্তব চিন্তাধারা সিভিলিজেশন | মিলেন গুপ্ত |
| ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশান | মিশেল ফুকো |
| হিস্ট্রি ফ্রম বিলো, নিউ সোশ্যাল হিস্ট্রি | ই. পি. থমসন |
| সিনেমা এল কেমন করে | ফারহানা মিলি |
| একেই বলে শুটিং, Our Films-Their Films | সত্যজিৎ রায় |
| বিদ্রোহী মারাদোনা | রূপক সাহা |
| কী করে কলকাতা হল, কলকাতার রাজকাহিনী | পূর্ণেন্দু পত্রী |
| মানুষ ও পরিবেশ | ইরফান হাবিব |
| বাঙালির ইতিহাস | নীহাররঞ্জন রায় |
| অশান্ত অরণ্যজীবন | রামচন্দ্র গুহ |
| প্রাক-প্রণালী | বিপ্রদাস মজুমদার |
| মোগল আমলের খানাপিনা | তপন রায়চৌধুরি |
| ঠাকুরবাড়ির অন্দরমহল | চিত্রা দেব |
| বাগেশ্বরী শিল্প প্রবন্ধমালা | অবনীন্দ্রনাথ ঠাকুর |
| মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া | যদুনাথ সরকার |
| ইন্ডিয়ান ওমেন: ফ্রম পর্দা টু মডার্নিটি | বি. আর. নন্দা |
| নদীয়া কাহিনী | কুমুদনাথ মল্লিক |
🔴 দুই তিনটি বাক্যে উত্তর দাওঃ (Mark - 2)
1. সামাজিক ইতিহাস কী? [MP 2017]
উত্তর : ১৯৬০-এর দশক থেকে এডওয়ার্ড থমসন, এরিক হবসবম প্রমুখ ঐতিহাসিকের হাত ধরে জন্ম নেয় নতুন সামাজিক ইতিহাস। দরবারি ইতিহাসের পরিবর্তে সাধারণ মানুষের প্রাত্যহিক জীবন, সামাজিক-অর্থনৈতিক সম্পর্ক, ধর্ম, সংস্কৃতি তথা সামগ্রিক জীবনযাপনের কথা অন্তর্ভুক্ত হয়েছে সামাজিক ইতিহাসচর্চায়। হ্যারল্ড পার্কিন, রণজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায় প্রমুখ এই ধারাকে আরও সমৃদ্ধ করে তোলেন।
2. ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কী? [MP 2017]
উত্তর : সংবাদপত্রে প্রকাশিত সংবাদ, সম্পাদকীয়, চিঠিপত্র এবং নানাবিধ বিষয়ের উপর প্রকাশিত লেখাগুলি ইতিহাস রচনায় বিশেষ গুরুত্বপূর্ণ। সংবাদপত্রে প্রাপ্ত তথ্যাদি ইতিহাসের প্রাথমিক উপাদানরূপে বিবেচিত হয়। সমকালীন সমাজ ও রাজনীতির বার্তাবহ সংবাদপত্র ভারতের স্বাধীনতা আন্দোলন ও আধুনিক ভারতের গঠনের ইতিহাস রচনায় বিশেষ সহায়ক। .
3. স্থানীয় ইতিহাস বলতে কী বোঝ?/আঞ্চলিক ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ কেন? [MP 2019]
উত্তর : স্থানীয় ইতিহাসচর্চায় একটি বিশেষ ভৌগোলিক অঞ্চলকে কেন্দ্র করে ওই অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিবর্তনের বিচার করা যেতে পারে। পাশাপাশি ওই অঞ্চলের সাংস্কৃতিক বিবর্তন ও আঞ্চলিক সত্ত্বা গড়ে ওঠার প্রক্রিয়া আলোচনা করা হয় স্থানীয় ইতিহাসচর্চায়। ইতিহাসের বৃহত্তর আলোচনার ক্ষেত্রে যে বিষয়গুলি উপেক্ষিত থেকে যায় আঞ্চলিক ইতিহাসচর্চার মাধ্যমে তার সার্বিক প্রকাশ ঘটে, যার ফলে Total History জনসমক্ষে স্পষ্ট হয়ে ওঠে।
4. পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? [MP 2018]
উত্তর : নতুন সামাজিক ইতিহাসের অন্যতম শাখারূপে পরিবেশের ইতিহাসচর্চা মানুষকে পরিবেশ সচেতন করে তোলে। মানুষের বিভিন্ন অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত এবং বিজ্ঞান ও প্রযুক্তির অপব্যবহার কীভাবে পরিবেশের নিরন্তর ক্ষতিসাধন করে চলেছে, কীভাবে মনুষ্য-সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক কারণ বিভিন্ন প্রাচীন সভ্যতার পতনের কারণ হয়েছে, তার সম্যক ধারণা দেয় পরিবেশের ইতিহাসচর্চা। সেই সঙ্গে বর্তমানের ছাত্রছাত্রী তথা ভাবীকালের নাগরিক সমাজের কাছে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও সুব্যবহারের বার্তা দেয় পরিবেশের ইতিহাসচর্চা।
5. স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? [MP 2018, 2024]
উত্তর : স্মৃতিকথা অথবা আত্মজীবনী একজন ব্যক্তি ও তাঁর সময়ের কথা তুলে ধরে। এই থেকে নানান তথ্য, সমকালীন ঘটনা ও দৃষ্টিভঙ্গির হদিশ পাওয়া যায়। তাই স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে।
6. আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝ? [MP 2020]
উত্তর : যে আখ্যানধর্মী সাহিত্যে লেখক তাঁর অতীত জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার স্মৃতিচারণা করে থাকেন, তাই হল আত্মজীবনী বা স্মৃতিকথা। তবে আত্মজীবনী লেখকের জীবনের একটি বৃহৎ অংশের প্রতিচ্ছবি, আর স্মৃতিকথা বিশেষ কোনো ঘটনার প্রতিফলন। স্মৃতিকথা অথবা আত্মজীবনী থেকে লেখকের জীবনের নানান তথ্য, সমকালীন ঘটনা ও দৃষ্টিভঙ্গির হদিশ পাওয়া যায়। তাই এগুলিকে নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে। উদাহরণ স্বরূপ বলা যায়, দেশভাগের অপরিসীম দুঃখ-দুর্দশা, যন্ত্রণা, ছন্নছাড়া জীবন, বিভিন্ন ক্যাম্পে আশ্রয় গ্রহণ ও পুনর্বাসন প্রভৃতি সমকালীন অনেক বিদগ্ধ মানুষের আত্মজীবনী ও স্মৃতিকথায় স্থান পেয়েছে।
7. আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদানরূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী?/সরকারি নথিপত্র থেকে ইতিহাস রচনার পূর্বে কী ধরনের সাবধানতা অবলম্বন করা জরুরি? [MP 2020]
উত্তর : প্রথমত, সরকারের পক্ষে ভাবমূর্তি হানিকর বা অপ্রিয় সত্য ঘটনার উল্লেখ সরকারি নথিপত্রে নাও থাকতে পারে। দ্বিতীয়ত, সরকারি নথিপত্র বহুক্ষেত্রে সরকারের আত্মপ্রচারের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হতে পারে। তৃতীয়ত, সরকারি কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ, ইচ্ছা-অনিচ্ছা প্রভৃতি সরকারি নথিপত্রে মিশে থেকে এগুলির ঐতিহাসিকতা ক্ষুণ্ণ করতে পারে। সুতরাং, সরকারি নথিপত্র থেকে ইতিহাস রচনার ক্ষেত্রে ঐতিহাসিককে হতে হবে সদা সতর্ক ও সাবধানী।
৪. সামরিক ইতিহাসচর্চার গুরুত্ব কী? [MP 2022]
উত্তর : প্রস্তরায়ুধ ব্যবহারকারী আদিম মানবগোষ্ঠী কীভাবে বর্তমানের পারমাণবিক অস্ত্র ব্যবহারকারী জনগোষ্ঠীতে রূপান্তরিত হল-সামরিক ইতিহাসের বিবর্তনের দ্বারা মানব সংস্কৃতির বিবর্তনের সেই সুদীর্ঘ ধারাটি উপলব্ধি করা সম্ভব হয়। পাশাপাশি, বিভিন্ন সময়ের শাসকদের সামরিক বাহিনীর প্রকৃতি ও সমরকুশলতার ধারণা লাভ করা যায় এবং সামরিক অস্ত্র-শস্ত্রের বিবর্তন তথা সামগ্রিক যুদ্ধ পদ্ধতির বিবর্তন সম্পর্কেও সম্যক ধারণা দেয় সামরিক ইতিহাসচর্চা।
9. খেলার ইতিহাসে ১৯১১ খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? [MP 2023]
উত্তর : ১৯১১ খ্রিস্টাব্দে বাংলার মোহনবাগান দল শ্বেতাঙ্গ ব্রিটিশদের ফুটবল-যুদ্ধে পরাজিত করে আই. এফ. এ শিল্ড জয়লাভ করে। এই ঘটনা একাধারে প্রভু ব্রিটিশদের বিরুদ্ধে 'নেটিভ' ভারতীয়দের জয়লাভ, অন্যদিকে বঙ্গভঙ্গের যোগ্য জবাব এবং সর্বোপরি বাঙালির জাতীয়তাবাদের দ্যোতক।
10. 'সোমপ্রকাশ' সাময়িকপত্রের বিষয়বস্তু কী ছিল? [Model Activity Task, 2020, part-1]
উত্তর : নীতিশিক্ষামূলক সংবাদ পরিবেশনের সংকীর্ণ গীর বাইরে বেরিয়ে এসে 'সোমপ্রকাশ'-ই প্রথম নির্ভীক তথা নিরপেক্ষভাবে রাজনৈতিক সংবাদ এবং মতামত প্রকাশ করতে থাকে। লর্ড ডালহৌসির নির্লজ্জ রাজ্যগ্রাস নীতি, নিষ্ঠুর দমননীতি, কৃষকদের দুরাবস্থা প্রভৃতির খবর দিনের পর দিন অসীম সাহসে ছেপেছে 'সোমপ্রকাশ'। এ ছাড়া
বিধবা বিবাহ, বহুবিবাহ, শিক্ষাবিস্তার, বিজ্ঞানচর্চা প্রভৃতি সম্পর্কে নানাবিধ প্রতিবেদন এতে নিয়মিত প্রকাশিত হত। অত্যাচারী নীলকর ও দমন-পীড়ন মূলক নীলচাষের বিরুদ্ধে যেন সংগ্রামীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল 'সোমপ্রকাশ'।
11. ব্রিটিশ সরকার কেন ১৮৭৮ খ্রিস্টাব্দে 'সোমপ্রকাশ' সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়? [পর্ষদ নমুনা প্রশ্ন)
উত্তর : নীলকরদের অত্যাচারের প্রতিবাদ ও কাবুলে ব্রিটিশ নীতির সমালোচনা করেছিল 'সোমপ্রকাশ'। ফলে ভার্নাকুলার প্রেস অ্যাক্টের ভিত্তিতে সোমপ্রকাশের সম্পাদককে মুচলেকা ও জরিমানা দিতে বলা হয়। সোমপ্রকাশের সম্পাদক মুচলেকা বা জরিমানা দিতে অস্বীকার করায় ব্রিটিশ সরকার ১৮৭৮ খ্রিস্টাব্দে 'সোমপ্রকাশ'-এর প্রকাশনা বন্ধ করে দেয়।
12. ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো। ইতিহাস গবেষণার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো। [Model Activity Task, July 2021]
উত্তর : আমাদের বর্তমান জীবনচর্যায় (/ইতিহাস গবেষণার ক্ষেত্রে) ইন্টারনেটের ব্যবহার এক বহুল প্রচলিত বিষয় এবং এর কিছু বিশেষ সুবিধাও রয়েছে।
প্রথমত, দেশ-বিদেশের বিভিন্ন নথিপত্র ইন্টারনেটে আপলোড করা থাকে। গুগল নামক সার্চ ইঞ্জিনের সাহায্যে সামান্যতম পরিশ্রমে ঘরে বসেই এই তথ্য ভাণ্ডার থেকে জ্ঞান আহরণ করা যায়।
দ্বিতীয়ত, ইন্টারনেট জ্ঞানলাভের অত্যন্ত সাশ্রয়ী এক মাধ্যম। এর সাহায্যে নামমাত্র খরচে তথ্যাদি আহরণ করা সম্ভব।
13. সাবেক ইতিহাসের সঙ্গে নতুন সামাজিক ইতিহাসের মূল পার্থক্য কোথায়?
উত্তর : সাবেক ইতিহাসে প্রধানত সমাজের একটি বিশেষ অংশের জীবনযাপন, তাদের কাজকর্ম, চিন্তা-ভাবনা এবং উত্থান-পতনের উপর আলোকপাত করা হয়। কিন্তু নতুন সামাজিক ইতিহাসচর্চা সমাজবদ্ধ মানুষের সামগ্রিক জীবনব্যাখ্যা।
সাবেক ইতিহাস রাজকীয় শিলা লেখ, রাজস্তুতি, বিদেশি পর্যটকদের বিবরণী প্রভৃতির মধ্যে ইতিহাসের উপাদান সংগ্রহের চেষ্টায় নিয়োজিত। কিন্তু নতুন সামাজিক ইতিহাস সরকারি দলিল-দস্তাবেজ, ব্যক্তিগত চিঠি-পত্র, কৃতবিদ্য ব্যক্তিদের আত্মজীবনী ও স্মৃতিকথা, ফটোগ্রাফ, চলচ্চিত্র, সাময়িকপত্র এবং সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতির মধ্যে ইতিহাসের উপাদান সংগ্রহের চেষ্টায় নিয়োজিত। তা-ছাড়া নতুন সামাজিক ইতিহাস। যেহেতু, সমগ্রতার সন্ধানী, তাই সমাজবদ্ধ মানুষের খেলাধুলা, খাদ্যাভ্যাস, পোশাক-পরিচ্ছদ, ধর্মযাপন প্রভৃতির চর্চাও হয়ে উঠেছে নতুন সামাজিক ইতিহাসের অবিচ্ছেদ্য অঙ্গ।
14. নতুন সামাজিক ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কী কী?
উত্তর : সাবেক ইতিহাস রাজকীয় শিলা লেখ, রাজস্তুতি, বিদেশি পর্যটকদের বিবরণী প্রভৃতির মধ্যে ইতিহাসের উপাদান সংগ্রহের চেষ্টায় এযাবৎ নিমগ্ন থাকলেও নতুন সামাজিক ইতিহাসচর্চা ইতিহাস রচনায় নিত্য-নতুন উপাদানের সন্ধানী। সরকারি দলিল-দস্তাবেজ, ব্যক্তিগত চিঠিপত্র, কৃতবিদ্য ব্যক্তিদের আত্মজীবনী ও স্মৃতিকথা, ফটোগ্রাফ, চলচ্চিত্র, সাময়িকপত্র এবং সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি নতুন সামাজিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। তা ছাড়া নতুন সামাজিক ইতিহাস, যেহেতু সমগ্রতার সন্ধানী, তাই সমাজবদ্ধ মানুষের খেলাধূলা, খাদ্যাভ্যাস, পোশাক-পরিচ্ছদ, ধর্মযাপন প্রভৃতির চর্চাও হয়ে উঠেছে নতুন সামাজিক ইতিহাসের অবিচ্ছেদ্য অঙ্গ।
15. সোমপ্রকাশকে বাংলার প্রথম রাজনৈতিক সংবাদপত্র বলা হয় কেন?
উত্তর : নিরপেক্ষতা ও স্বৈরাচার বিরোধিতার এক মূর্ত প্রতীক দ্বারকানাথ বিদ্যাভূষণ সম্পাদিত সাপ্তাহিক 'সোমপ্রকাশ'। নীতিশিক্ষামূলক সংবাদ পরিবেশনের সংকীর্ণ গণ্ডর বাইরে বেরিয়ে এসে 'সোমপ্রকাশ'-ই প্রথম নির্ভীক তথা নিরপেক্ষভাবে রাজনৈতিক সংবাদ এবং মতামত প্রকাশ করতে থাকে। লর্ড ডালহৌসির নির্লজ্জ রাজ্যগ্রাস নীতি, নিষ্ঠুর দমন নীতি, নীলকরদের অত্যাচার, কৃষকের দুরাবস্থা প্রভৃতির খবর নিয়মিত প্রকাশ করে সোমপ্রকাশ যথার্থই 'প্রথম বাংলা রাজনৈতিক সংবাদপত্রের' মর্যাদা লাভ করেছে।
16. ফটোগ্রাফ কীভাবে আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদান হয়ে উঠেছে?
উত্তর : ক্যামেরায় তোলা কোনো ঐতিহাসিক ঘটনার ছবি নিঃসন্দেহে ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। ফটোগ্রাফ একদিকে যেমন কোনো ঐতিহাসিক তথ্যকে আরও জোরালো করে তোলে, তেমনি প্রাপ্ত তথ্যের সত্যাসত্য যাচাইয়ে ফটোগ্রাফের ভূমিকা সমান গুরুত্বপূর্ণ। তাই নিরপেক্ষ দৃষ্টিমতে বিচার করে ফটোগ্রাফকে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে।
17. কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলি ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ কেন?
উত্তর : পত্র সাহিত্যে বিশ্ব ইতিহাসের এক অনন্য নজির কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলি- "Letters From A Father To His Daughter' কেবলমাত্র ব্যক্তিগত স্তরে আবদ্ধ না থেকে চিঠিগুলি 'দেশ-কাল-সীমানার গন্ডী' অতিক্রম করে ইতিহাস শিক্ষার্থীর অন্যতম সহায়ক পুস্তকে পরিণত হয়েছে। এই পত্র সংকলনে তিনি পৃথিবীর উৎপত্তি, প্রাণের সঞ্চার, জীবের বিবর্তন, মানুষের আবির্ভাব, প্রাচীন প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রা, ভাষা-লিপি-শিল্প-সংস্কৃতির উদ্ভব, আগুনের আবিষ্কার, ভারতে আর্যদের আগমন, সভ্যতার প্রসার, ভারতের স্বাধীনতা প্রভৃতি বিষয় নিয়ে সহজ-সাবলীল আলোচনা করেছেন।
18. নারীবাদী ইতিহাসচর্চা বলতে কী বোঝ?
উত্তর : সাবেক ইতিহাসে উপেক্ষিতা নারী সমাজের ভূমিকার পুনর্মূল্যায়নের লক্ষ্যে বর্তমানে যে ইতিহাসচর্চার ধারা বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে, তা নারীবাদী ইতিহাসচর্চা নামে পরিচিত। নারী-পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠা এবং বিভিন্ন সময়কালে সমাজে নারীর পরিবর্তিত অবস্থান, ধর্ম-কর্ম-গার্হস্থ্য ও শিল্পোৎপাদন কর্মে নারীর অংশগ্রহণ প্রভৃতিকে চিহ্নিত করা নারীবাদী ইতিহাসচর্চার মূল প্রতিপাদ্য। জে. কৃষ্ণমূর্তি, বি. আর. নন্দা, মালবিকা কার্লেকর প্রমুখ এই ধারার উল্লেখযোগ্য ঐতিহাসিক।
19. ইতিহাসের উপাদানরূপে বঙ্গদর্শনের গুরুত্ব কী?/বঙ্গদর্শন সাময়িক পত্রের বিষয়বস্তু কী ছিল?
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'বঙ্গদর্শন' সাময়িকপত্র বাঙালির মন ও মননকে স্বদেশি চেতনায় উদ্বুদ্ধ করেছিল। বঙ্গদর্শনে প্রকাশিত 'বন্দেমাতরম্' সঙ্গীত ও 'সাম্য'-সহ একাধিক উপন্যাস ও প্রবন্ধ বাঙালির হৃদয়ে জ্বেলে দেয় দেশপ্রেমের বহ্নিশিখা। তা ছাড়া বঙ্গদর্শন ছিল নব্য শিক্ষিত বাঙালি সমাজের মুখপত্র। এর মধ্য দিয়েই নব্য শিক্ষিত বাঙালি সমাজের সঙ্গে আপামর বাঙালি জাতির যোগসূত্র গড়ে ওঠে।
20. রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী 'জীবনস্মৃতি' আধুনিক ইতিহাসচর্চায় গুরুত্বপূর্ণ কেন?
উত্তর : কবিগুরুর আত্মজীবনী থেকে ঠাকুরবাড়ির নানান তথ্য, ইংরেজি ভাষা ও সাহেবি আদব-কায়দা সম্পর্কে বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি, হিন্দুমেলা সম্পর্কিত নানান তথ্য, স্বদেশিয়ানার প্রতি ঠাকুর পরিবারের আগ্রহ ও উদ্যোগ প্রভৃতি সম্পর্কে মনোজ্ঞ বিবরণ পাওয়া যায়। গ্রন্থটি আধুনিক ভারতের ইতিহাস রচনার অমূল্য উপাদান।
21. আধুনিক ইতিহাসচর্চায় খাদ্যাভ্যাসের গুরুত্ব কী?
উত্তর : মানুষের খাদ্যাভ্যাস থেকে ইতিহাসচর্চার যে উপাদানগুলি পাওয়া যায়, সেগুলি হল-(ক) কোনো সমাজ ও জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা, (খ) সেই সমাজের খাদ্যাভ্যাসের অন্য সমাজের দ্বারা প্রভাবিত হওয়া, (গ) স্বাস্থ্য সচেতনতার মাত্রা প্রভৃতি।
22. ভারতে সংঘটিত দুটি পরিবেশ আন্দোলনের নাম লেখো।
উত্তর : ভারতে সংঘটিত দুটি পরিবেশ আন্দোলন হল- (ক) ১৯৭৪ খ্রিস্টাব্দে সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে চিপকো আন্দোলন এবং (খ) ১৯৮৫ খ্রিস্টাব্দে মেধা পাটেকরের নেতৃত্বে নর্মদা বাচাঁও আন্দোলন।
23. আধুনিক ইতিহাসচর্চায় পোশাক-পরিচ্ছদের গুরুত্ব কী?
উত্তর : মানুষের বহিরাঙ্গিক আবরণ বা তার পোশাক-পরিচ্ছদ থেকে ইতিহাসচর্চার যে উপাদানগুলি পাওয়া যায়, সেগুলি হল-(ক) কোনো মানুষ বা জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা, (খ) সামাজিক রুচিবোধ, (গ) সামাজিক উদারতার মাত্রা, (ঘ) লিঙ্গবৈষম্য প্রভৃতি।
24. আধুনিক ইতিহাসচর্চায় সাধারণ মানুষের উপর বেশি জোর দেওয়া হয় কেন?
উত্তর : আধুনিক ইতিহাসচর্চা সমগ্রতার সন্ধানী। সমাজে অস্তিত্ব আছে কিন্তু সাবেক ইতিহাসে স্থান পায়নি-এমন সবকিছুই আধুনিক ইতিহাসের বিষয়বস্তু। স্বভাবতই সমাজের সাধারণ মানুষ, তাদের কাজকর্ম, চিন্তা-ভাবনা, ধর্ম, পোশাক-পরিচ্ছদ, খেলাধুলা, খাদ্যাভ্যাস প্রভৃতি সবকিছুই ইতিহাসচর্চার অবিচ্ছেদ্য অঙ্গ।
25. খেলাধূলা কীভাবে জাতীয়তাবাদের বিস্তারে সহায়ক হয়?
উত্তর : নিছক বিনোদনের মাধ্যম হলেও জাতীয়তাবাদের জাগরণে খেলাধুলার ঐতিহাসিক ভূমিকা উপেক্ষা করা যায় না। কুস্তি, লাঠিখেলা, শরীরচর্চাকে কেন্দ্র করে ঔপনিবেশিক ভারতে যে আখড়া সংস্কৃতির বিকাশ ঘটেছিল, তার মধ্যে জাতীয়তাবাদী চেতনার বীজ সুপ্ত ছিল। আবার ১৯১১ খ্রিস্টাব্দে বাংলার মোহনবাগান দল শ্বেতাঙ্গ ব্রিটিশদের ফুটবল যুদ্ধে পরাজিত করে যে আই. এফ. এ শিল্ড জয় করেছিল, তা একাধারে বঙ্গভঙ্গের যোগ্য জবাব, অন্যদিকে বাঙালির জাতীয়তাবাদের দ্যোতক।
🔴 বিশ্লেষণধর্মী প্রশ্নোত্তরঃ
1. নারীবাদী ইতিহাসের উপর একটি টীকা লেখো। [MP 2017 & Model Activity Task, Part-II]
উত্তর : সাবেক ইতিহাসে উপেক্ষিতা নারী সমাজের ভূমিকার পুনর্মূল্যায়নের লক্ষে বর্তমানে যে ইতিহাস চর্চা বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে, তা নারবাদী ইতিহাসচর্চা নামে পরিচিত।
নারীবাদী ইতিহাসচর্চা
গবেষণা: পাশ্চাত্যে নারীবাদী ইতিহাসচর্চার ধারা অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে সূচিত হলেও ভারতের মতন দেশে এই চর্চা অপেক্ষাকৃত নবীন। ভারতে নারীবাদী ইতিহাস নিয়ে উল্লেখযোগ্য কাজ করেছেন নীরা দেশাই, বি. আর. নন্দা, মালবিকা কার্লেকর প্রমুখ।
মূল উপজীব্য
পুরুষকেন্দ্রিক ইতিহাসের সংশোধন: প্রচলিত ইতিহাসে নারীর ভূমিকা সর্বদাই
প্রান্তিক। সেই প্রান্তিকতা থেকে সরে এসে ইতিহাসে নারীর ভূমিকার প্রকৃত মূল্যায়ন নারীবাদী ইতিহাসচর্চার অন্যতম বৈশিষ্ট্য। বস্তুতপক্ষে নারীবাদী ইতিহাস হল একধরনের সংশোধনবাদী ইতিহাসচর্চা।
নারীর অধিকার ও সমতা প্রতিষ্ঠা: নারীর অধিকার এবং নারী-পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠা নারীবাদী ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য।
নারীর অংশগ্রহণ: বিভিন্ন সময়কালে সমাজে নারীর পরিবর্তিত অবস্থান, আর্থ-সামাজিক ও রাজনৈতিক জীবনে নারীর ভূমিকা, নারীর পোশাক, কর্মসংস্থান, ধর্ম-কর্ম-গার্হস্থ্য ও শিল্পোৎপাদন কর্মে নারীর অংশগ্রহণ প্রভৃতিকে চিহ্নিত করা নারীবাদী ইতিহাসচর্চার মূল প্রতিপাদ্য।
সভ্যতার অগ্রগতির মাপকাঠি: যে নারী 'অর্ধেক আকাশ' তথা শক্তির স্বরূপ, সেই নারীকে
বাদ দিয়ে কোনো সমাজ কোনো কালে অগ্রসর হতে পারে না। বস্তুতপক্ষে কোনো সমাজ বা সভ্যতায় নারীর অবস্থান ও মর্যাদার উপর সেই সমাজের অগ্রসরতা বা পশ্চাদ্গামীতা নির্ভর করে। তাই নারীবাদী ইতিহাস হয়ে উঠেছে সভ্যতার অগ্রগতির মাপকাঠি।
মন্তব্য : ভারতবর্ষে নারীবাদী ইতিহাসচর্চার ধারা অপেক্ষাকৃত নবীন হলেও বর্তমানে এর ক্ষেত্র অনেকটাই বিস্তৃত। আধুনিক ভারতীয় সমাজে নারীর সর্বব্যাপী অধিকার ভারতীয় সমাজের অগ্রগতির যথার্থ মাপকাঠি।
2. পরিবেশের ইতিহাসচর্চার ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো।
উত্তর : নতুন সামাজিক ইতিহাসের অন্যতম শাখারূপে পরিবেশের ইতিহাসচর্চা বর্তমানে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে।
গবেষণা: পাশ্চাত্যে পরিবেশের ইতিহাসচর্চার ধারা সূচিত হয়েছে ১৯৬০-৭০-এর দশক। র্যাচেল কার্সেনের 'সাইলেন্ট স্প্রিং', 'দ্য সি অ্যারাউন্ড আস'; আলফ্রেন্ড ক্রসবি-র 'ইকোলজিকাল ইম্পিরিয়ালিজম', রিচার্ড গ্রোভের 'গ্রিন 'ইম্পিরিয়ালিজম' প্রভৃতি গ্রন্থ পরিবেশের ইতিহাসচর্চায় গুরুত্বপূর্ণ মাইল ফলক। ভারতে এ বিষয়ে উল্লেখযোগ্য কাজ করেছেন রামচন্দ্র গুহ, মাধব গ্যাডগিল প্রমুখ ব্যক্তিবর্গ।
মূল উপজীব্য : প্রাকৃতিক পরিবেশের সঙ্গে যুগ যুগ ধরে মানব সভ্যতার প্রাত্যহিক
সম্পর্কের কথাই পরিবেশের ইতিহাসের মূল উপজীব্য। পরিবেশের ইতিহাসচর্চা মানুষকে পরিবেশ সচেতন করে তোলে। মানুষের বিভিন্ন অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত এবং বিজ্ঞান ও প্রযুক্তির অপব্যবহার কীভাবে পরিবেশের নিরন্তর ক্ষতিসাধন করে চলেছে, কীভাবে মনুষ্য-সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক কারণ বিভিন্ন প্রাচীন সভ্যতার পতনের কারণ হয়েছে, তার সম্যক ধারণা দেয় পরিবেশের ইতিহাসচর্চা। সেই সঙ্গে বর্তমানের ছাত্র তথা ভাবীকালের নাগরিক সমাজের কাছে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও সুব্যবহারের বার্তা দেয় পরিবেশের ইতিহাসচর্চা।
পরিবেশ আন্দোলন: পরিবেশের ভারসাম্য রক্ষার প্রশ্নে বিশ্বের পরিবেশ সচেতন মানুষ
আজ ঐক্যবদ্ধ। বিশ্ব উন্নায়নের বিরুদ্ধে গোটা বিশ্ব আজ সোচ্চার। ১৯৯২ খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত 'বসুন্ধারা সম্মেলন' বিশ্ব উন্নায়নের বিরুদ্ধে বিশ্বমানবের এক মহাশপথ। ভারতে ১৯৭৩ খ্রিস্টাব্দে সংঘটিত আপ্পিকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন; ১৯৭৪ খ্রিস্টাব্দে সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে সংঘটিত চিপকো আন্দোলন, ১৯৮৫ খ্রিস্টাব্দে মেধা পাটেকরের নেতৃত্বে সংঘটিত নর্মদা বাঁচাও আন্দোলন প্রভৃতি এ প্রসঙ্গে বিশেষ উল্লেখের দাবী রাখে।
মন্তব্য : পরিবেশের ইতিহাস নিছক ইতিহাসের কোনো তত্ত্বকথা নয়, বরং তা ভাবীকালের বিশ্ব মানব সমাজ রক্ষার একমাত্র খোলা পথ।
.png)
Hi, Please Do not Spam in Comments.