🧠 ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ২০২৫ | GK MCQ in Bengali
👇 নিচের প্রশ্নগুলোর উত্তর আপনি নিজে আগে ভাবুন, তারপর “✅ Check Answer” বাটনে ক্লিক করে মিলিয়ে নিন।
1. “অরুণাচলপ্রদেশ”-এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
A. পেমা খান্ডB. এম. কে. স্ট্যালিন
C. মানিক সাহা
D. নবীন পট্টনায়ক
2. “অন্ধ্রপ্রদেশ”-এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
A. সিদ্ধারামাইয়াB. এন. চন্দ্রবাবু নাইডু
C. জগন মোহন রেড্ডি
D. পিনারাই বিজয়ন
3. “বিহার”-এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
A. বীরেন সিংB. নীতীশ কুমার
C. সিদ্ধারামাইয়া
D. আচার্য দেবব্রত
4. “অসম”-এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
A. একনাথ শিন্ডেB. হেমন্ত সোরেন
C. নীতীশ কুমার
D. হিমন্ত বিশ্ব শর্মা
5. “গোয়া”-এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
A. পিনারাই বিজয়নB. শিব প্রতাপ শুক্লা
C. আবদুল নাজির
D. প্রমথ সাওয়ান্ত
6. “ছত্তিশগড়”-এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
A. ভূপেশ বাঘেলB. বিষ্ণু দেব সাই
C. সিদ্ধারামাইয়া
D. সি.পি. রাধাকৃষ্ণণ
7. “হরিয়ানা”-এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
A. নিফিউ রিওB. মনোহর লাল খট্টর
C. মোহাম্মদ খান
D. নায়াব সিং সাইনী
8. “গুজরাট”-এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
A. কনরাড সাংমাB. শিব প্রতাপ শুক্লা
C. এন রাঙ্গাস্বামী
D. ভূপেন্দ্র ভাই প্যাটেল
9. “ঝাড়খণ্ড”-এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
A. শিবরাজ সিংB. পিনারাই বিজয়ন
C. হেমন্ত সোরেন
D. যোগী আদিত্যনাথ
10. “হিমাচলপ্রদেশ”-এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
A. সুখবিন্দর সিং সুখুB. পিনারাই বিজয়ন
C. বিশ্বভূষণ হরিচন্দন
D. ভগবন্ত মান
11. “কেরালা”-এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
A. একনাথ শিন্ডেB. আচার্য দেবব্রত
C. নবীন পট্টনায়ক
D. পিনারাই বিজয়ন
12. “কর্নাটক”-এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
A. নিফিউ রিওB. সিদ্ধারামাইয়া
C. নবীন পট্টনায়ক
D. অশোক গেহলট
13. “মহারাষ্ট্র”-এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
A. প্রেমাদ সাওয়ান্তB. দেবেন্দ্র ফড়নবীস
C. একনাথ শিন্ডে
D. এম. কে. স্ট্যালিন
14. “মধ্যপ্রদেশ”-এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
A. মোহন যাদবB. আচার্য দেবব্রত
C. মানিক সাহা
D. এম. কে. স্ট্যালিন
15. “মেঘালয়”-এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
A. আর. এন. রবিB. লাক্ষণ আচার্য
C. কনরাড সাংমা
D. পুষ্কর সিং ধামী
16. “মণিপুর”-এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
A. এন. বীরেন সিংB. রাষ্ট্রপতির শাসন
C. মানিক সাহা
D. ফাগু চৌহান
17. “নাগাল্যান্ড”-এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
A. কালরাজ মিশ্রB. নিফিউ রিও
C. আর. এন. রবি
D. মানিক সাহা
18. “মিজোরাম”-এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
A. সৌন্দরারাজনB. লালদুহোমা
C. লা গণেশন
D. জোরামথাঙ্গা
19. “পাঞ্জাব”-এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
A. ভগবন্ত মানB. তামিলসাই
C. চন্দ্রশেখর রাও
D. মানিক সাহা
20. “ওড়িশা”-এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
A. মোহন চরণ মাঝিB. নিফিউ রিও
C. নবীন পট্টনায়ক
D. চন্দ্রশেখর রাও
21. “সিকিম”-এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
A. জোরামথাঙ্গাB. প্রেম সিং তামাং
C. চন্দ্রশেখর রাও
D. এন. রাঙ্গাস্বামী
22. “রাজস্থান”-এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
A. নিফিউ রিওB. গণেশী লাল
C. ভজন লাল শর্মা
D. অশোক গেহলট
23. “তেলেঙ্গানা”-এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
A. জোরামথাঙ্গাB. লা গণেশন
C. কে চন্দ্রশেখর রাও
D. রেভন্থ রেড্ডি
24. “তামিলনাড়ু”-এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
A. এম. কে. স্ট্যালিনB. লা গণেশন
C. চন্দ্রশেখর রাও
D. যোগী আদিত্যনাথ
25. “উত্তরপ্রদেশ”-এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
A. অশোক গেহলটB. ভগবন্ত মান
C. নবীন পট্টনায়ক
D. যোগী আদিত্যনাথ
26. “ত্রিপুরা”-এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
A. মানিক সাহাB. ফাগু চৌহান
C. নবীন পট্টনায়ক
D. স্ট্যালিন
27. “পশ্চিমবঙ্গ”-এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
A. মানিক সাহাB. পুষ্কর সিং ধামী
C. এম. কে. স্ট্যালিন
D. মমতা ব্যানার্জি
28. “উত্তরাখণ্ড”-এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
A. রেমেশ বৈসB. নবীন পট্টনায়ক
C. পুষ্কর সিং ধামী
D. প্রেম সিং তামাং
29. “দিল্লী”-এর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী?
A. অরবিন্দ কেজরিওয়ালB. রেখা গুপ্তা
C. মমতা ব্যানার্জি
D. ভূপেশ বাঘেল
চাকরির পরীক্ষায় ভালো ফল করতে গেলে প্রতিদিন জেনারেল নলেজ (GK) প্রাকটিস করা অত্যন্ত জরুরি। বিশেষ করে WBCS, SSC, RRB, Police, বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় ভারতের রাজ্যসমূহের মুখ্যমন্ত্রী, গভর্নর, রাজধানী ইত্যাদি বিষয় থেকে প্রায়ই প্রশ্ন আসে।
তাই আপনাদের নিয়মিত প্রস্তুতির জন্য আমরা এখানে নানান গুরুত্বপূর্ণ GK বিষয় যেমন — ভারতের রাজ্যের মুখ্যমন্ত্রীদের তালিকা, সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ভূগোল প্রভৃতি বিষয় নিয়মিত আপলোড করে থাকি।
👉 আজকের টপিকে দেওয়া হয়েছে ২০২৫ সালের সমস্ত রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীদের একটি হালনাগাদ তালিকা — যা চাকরির পরীক্ষায় আপনাকে অনেকটা এগিয়ে দেবে।
Related Search : ভারতের মুখ্যমন্ত্রীদের তালিকা ২০২৫ PDF || বর্তমান মুখ্যমন্ত্রীদের নাম ও রাজ্য তালিকা || Chief Ministers of India 2025 Bengali PDF || মুখ্যমন্ত্রীদের নাম ও কার্যকাল GK Bengali || Static GK CM List Bengali PDF Download || WBCS Static GK মুখ্যমন্ত্রীদের তালিকা || SSC GD মুখ্যমন্ত্রীদের নাম PDF Bengali || WBSSC Group D GK মুখ্যমন্ত্রীদের প্রশ্ন || CM List for Govt Exams Bengali Medium || মুখ্যমন্ত্রীদের তালিকা Bengali GK Practice Set || মুখ্যমন্ত্রীদের তালিকা PDF Without Login || Chief Ministers List Bengali Google Drive Link || CM List Bengali PDF with Explanation || মুখ্যমন্ত্রীদের নাম PDF Free Download || CM List Bengali for Mock Test & Revision
Hi, Please Do not Spam in Comments.