WBP Questions Paper 2015
এখানে ২০১৫ সালের WBP পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হলো। পরবর্তী সালের প্রশ্ন গুলো পেতে যুক্ত থাকুন আমাদের সাথে
👇 নিচের প্রশ্নগুলোর উত্তর আগে ভাবুন, তারপর “✅ Check Answer” বাটনে ক্লিক করে মিলিয়ে নিন।
1/ কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন?
A. হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওB. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C. কেশব চন্দ্র সেন
D. রাজা রামমোহন রায়
2/ সূর্য প্রধানত যে উপাদানগুলি দ্বারা সৃষ্ট -
A. হাইড্রোজেন ও হিলিয়ামB. হাইড্রোজেন ও নিয়ন
C. হাইড্রোজেন ও জেনন
D. হাইড্রোজেন ও কার্বন-ডাই-অক্সাইড
3/ নিম্নবর্ণিত জায়গা গুলির মধ্য থেকে এমন জায়গার নাম পছন্দ করুন যেটি অন্যগুলির থেকে আলাদা -
A. কলকাতাB. হলদিয়া
C. পারাদ্বীপ
D. রাঁচি
4/ নিম্নবর্ণিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না?
A. টাইফয়েডB. ইনফ্লুয়েঞ্জা
C. ডিপথেরিয়া
D. কলেরা
5/ ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত?
A. বেঙ্গালুরুB. হায়দ্রাবাদ
C. নাগপুর
D. দেরাদুন
6/ কম্পিউটার পরিভাষা অনুযায়ী "TB" - এর অর্থ -
A. TetrabyteB. Terabyte
C. Terabit
D. Tetrabit
7/ নিম্নবর্ণিত কোন মহাপুরুষের জন্মদিনের ন্যাশনাল ইউথডে উদযাপিত হয়?
A. ক্ষুদিরাম বসুB. ভগৎ সিং
C. সুভাষচন্দ্র বোস
D. স্বামী বিবেকানন্দ
8/ ২০১১ জনগণনা / আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গ অনুপাত কত?
A. 880B. 970
C. 910
D. 940
9/ নিম্নবর্ণিত কোন পদাধিকারী ভারতের রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন?
A. অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াB. কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া
C. রাজ্যের রাজ্যপাল
D. উপরের সবকটি
10/ নিম্নবর্ণিত কারণে পশ্চিমবঙ্গে 'Project Sabujayan - 2015' চালু হয়েছিল -
A. কৃষিজাত কীট পতঙ্গ নিয়ন্ত্রণেB. ভূমিক্ষয় রোধে
C. আর্সেনিক দূষণ রোধে
D. মফসসল উন্নয়নে
11/ 'লবণ সত্যাগ্রহ আন্দোলন'-এ মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন?
A. অ্যানি বেসান্তB. মৃদুলা সারাভাই
C. মুথু লক্ষ্মী
D. সরোজিনী নাইডু
12/ কর্কটক্রান্তি রেখা যে জেলার উপর দিয়ে গেছে?
A. কোচবিহারB. মালদহ
C. নদীয়া
D. উত্তর ২৪ পরগনা
13/ রামানুজন ছিলেন একজন বিশ্ব বিখ্যাত -
A. গণিতজ্ঞB. বৈজ্ঞানিক
C. অর্থনীতিবিদ
D. পদার্থবিদ
14/ নিজের শব্দগুলিকে ডিকশনারির ব্যবস্থাপনা অনুযায়ী সাজিয়ে দিন।
1) Wound 2) Writer 3) Whither 4) Worst 5) Worked
A. 5,3,2,1,4B. 1,4,3,5,2
C. 3,5,4,1,2
D. 2,1,3,4,5
15/ নিম্নবর্ণিত কোনটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকানাধীন গ্রীনফিল্ড এয়ারপোর্ট?
A. মোপা ইয়ারপোর্ট, গোয়াB. নবী মুম্বাই এয়ারপোর্ট
C. কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, দুর্গাপুর
D. নেতাজি সুভাষ চন্দ্র বোস এয়ারপোর্ট, কলকাতা
16/ রাকেশের শ্রেণীতে তার অবস্থান উপর দিক থেকে নবম স্থানে এবং নিচের দিক থেকে ৩৮তম স্থানে। রাকেশের শ্রেণীতে ছাত্র সংখ্যা কত?
A. 47B. 45
C. 46
D. 48
17/ ভারতবর্ষে 'হোয়াইট রেভলিউশন' - এর জনক কে?
A. ড: হীরালাল চৌধুরীB. ড: ভার্গিস কুরিয়েন
C. নরমাল বোরল্যাগ
D. উপরের কোনোটিই নয়
18/ NSSO পুরো কথাটি হল -
A. ন্যাশনাল সাইন্টিফিক সার্ভে অর্গানিজশনB. ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন
C. নিউক্লিয়ার সায়েন্স স্টাডি অর্গানাইজেশন
D. ন্যাশনাল সাইন্টিফিক স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন
19/ ভারতবর্ষের দ্রুততম রেল গাড়ির নাম - (2015 সময়ে)
A. রাজধানী এক্সপ্রেসB. শতাব্দী এক্সপ্রেস
C. দুরন্ত এক্সপ্রেস
D. গতিমান এক্সপ্রেস
20/ কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয় -
A. ১৯৮৪ সালেB. ১৯৮১ সালে
C. ১৯৭৫ সালে
D. ১৯৭৯ সালে
পোস্টটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া আছে
File Details:
PDF Name : WBP Question Paper 2015
Language : Bengali
Size : 655 KB
No. of Pages : 04
Download Link : Click Here To Download
Hi, Please Do not Spam in Comments.