প্রিয় পরীক্ষার্থীরা, এই পোস্টে তোমাদের জন্য রয়েছে ৫০ টি স্পেশাল জিকে প্রশ্ন, যেগুলো তোমাদের যেকোনো চাকরীর পরীক্ষার জন্য ভীষণভাবে সাহাজ্য করবে, যেমন WBP, KP, এখানে তোমরা PDF সহ পেয়ে যাবে, তাই আর সময় অপচয় না করে, এখুনি ফ্রী PDF এর ৫০ টি স্পেশাল জিকে সংগ্রহ করো-
WBP/KP 2025 – ৫০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন এবং উত্তর
-
ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে?
(a) রামনাথ কোবিন্দ
(b) দ্রৌপদী মুর্মু ✅
(c) প্রণব মুখার্জি
(d) এ.পি.জে. আব্দুল কালাম -
ভারতের সংবিধান কবে কার্যকর হয়?
(a) ২৬ জানুয়ারি ১৯৫০ ✅
(b) ১৫ আগস্ট ১৯৪৭
(c) ২৬ নভেম্বর ১৯৪৯
(d) ২ জানুয়ারি ১৯৫১ -
সংবিধানের জনক কাকে বলা হয়?
(a) জওহরলাল নেহরু
(b) ড. বি. আর. আম্বেদকর ✅
(c) রাজেন্দ্র প্রসাদ
(d) সুভাষচন্দ্র বসু -
ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি (এলাকা অনুযায়ী)?
(a) উত্তরপ্রদেশ
(b) রাজস্থান ✅
(c) মধ্যপ্রদেশ
(d) মহারাষ্ট্র -
'জল জীবন মিশন' এর মূল লক্ষ্য কি?
(a) বিদ্যুৎ
(b) গৃহ
(c) নিরাপদ পানীয় জল ✅
(d) শিক্ষা -
ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?
(a) সরোজিনী নাইডু
(b) ইন্দিরা গান্ধী ✅
(c) প্রতিভা পাটিল
(d) সোনিয়া গান্ধী -
রেলের সদর দপ্তর কোথায়?
(a) কলকাতা
(b) মুম্বাই
(c) নয়াদিল্লি ✅
(d) চেন্নাই -
জাতীয় সঙ্গীত কার লেখা?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর ✅
(b) বঙ্কিমচন্দ্র
(c) নজরুল ইসলাম
(d) সুভাষচন্দ্র বসু -
ভারতের প্রথম উপ-রাষ্ট্রপতি কে ছিলেন?
(a) বি.ডি. জাট্টি
(b) সর্বপল্লী রাধাকৃষ্ণন ✅
(c) জাকির হুসেন
(d) রাজেন্দ্র প্রসাদ -
'Make in India' কবে চালু হয়?
(a) ২০১২
(b) ২০১৪ ✅
(c) ২০১৫
(d) ২০১৬ -
'বৃহৎ আকারের সংবিধান' কোন আইনজ্ঞ বলেছেন?
(a) বি.আর. আম্বেদকর
(b) লর্ড মাউন্টব্যাটেন
(c) বি.এন. রাও ✅
(d) রাজেন্দ্র প্রসাদ -
জাতীয় পশু কোনটি?
(a) হাতি
(b) বাঘ ✅
(c) সিংহ
(d) চিতা -
ভারতীয় পুলিশ দিবস কখন?
(a) ২১ অক্টোবর ✅
(b) ১৫ আগস্ট
(c) ২৬ জানুয়ারি
(d) ২ অক্টোবর -
কোন নদীকে "বিহারের শোক" বলা হয়?
(a) গঙ্গা
(b) কোসি ✅
(c) গন্ডক
(d) ভাগীরথী -
প্লাসির যুদ্ধ কোন সালে পরাজয় হয়েছিল?
(a) ১৭৫৬
(b) ১৭৫৭ ✅
(c) ১৭৬৪
(d) ১৭৭২ -
ভারতীয় জাতীয় পাখি কোনটি?
(a) বুলবুলি
(b) ময়ূর ✅
(c) টিয়া
(d) কবুতর -
কমিশনার রাষ্ট্রে পুলিশ সিস্টেম প্রথম কোথায় চালু হয়েছিল?
(a) মুম্বাই ✅
(b) কলকাতা
(c) দিল্লি
(d) চেন্নাই -
“জন গণ মন” প্রথম কোথায় গাওয়া হয়েছিল?
(a) কলকাতা কংগ্রেস অধিবেশন ✅
(b) দিল্লি কংগ্রেস
(c) লাহোর অধিবেশন
(d) বোম্বে কংগ্রেস -
কলকাতা পুলিশ প্রতিষ্ঠিত হয় কোন সালে?
(a) ১৮৫৬
(b) ১৮৫৭ ✅
(c) ১৮৬১
(d) ১৮৭০ -
ভারতীয় সেনা দিবস কখন?
(a) ১৫ জানুয়ারি ✅
(b) ২৬ জানুয়ারি
(c) ১৫ আগস্ট
(d) ৪ ডিসেম্বর -
ভারতীয় জাতীয় কংগ্রেস কখন প্রতিষ্ঠিত হয়?
(a) ১৮৮৫ ✅
(b) ১৮৯০
(c) ১৯০৫
(d) ১৯২০ -
বর্তমান প্রধান বিচারপতি (Aug 2025)?
(a) ডি.ওয়াই. চন্দ্রচূড় ✅
(b) শারদ বোবডে
(c) রঞ্জন গগৈ
(d) তীর্থ সিং ঠাকুর -
“বন্দেমাতরম” গান কোন গ্রন্থ থেকে?
(a) আনন্দমঠ ✅
(b) দুর্গেশ নন্দিনী
(c) দেবী চৌধুরানী
(d) কপালকুণ্ডলা -
প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
(a) সুভাষচন্দ্র বসু
(b) জওহরলাল নেহরু ✅
(c) লাল বাহাদুর শাস্ত্রী
(d) রাজেন্দ্র প্রসাদ -
ভারতের জাতীয় খেলা কোনটি (পুরোনো ধারণা) ?
(a) ক্রিকেট
(b) হকি ✅
(c) ফুটবল
(d) কাবাডি -
সংবিধান কত ভাষাকে স্বীকৃতি দেয়?
(a) ১৮
(b) ২২ ✅
(c) ২৪
(d) ১৪ -
RBI প্রতিষ্ঠিত হয় কখন?
(a) ১৯৩৫ ✅
(b) ১৯৪৭
(c) ১৯৫০
(d) ১৯৫৫ -
প্রথম মহিলা রাষ্ট্রপতি?
(a) প্রতিভা পাটিল ✅
(b) ইন্দিরা গান্ধী
(c) সোনিয়া গান্ধী
(d) মীরা কুমার -
জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর কাঠামো কী?
(a) ১০+২
(b) ৫+৩+৩+৪ ✅
(c) ৮+৪
(d) ৬+৪+২ -
পুলিশ আইন কার্যকর হয়েছিল—
(a) ১৮৫৭
(b) ১৮৬১ ✅
(c) ১৮৭২
(d) ১৮৮৫ -
সংবিধানের ৩৭০ ধারা ছিল?
(a) জম্মু ও কাশ্মীর ✅
(b) নাগাল্যান্ড
(c) সিকিম
(d) মিজোরাম -
প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ—
(a) ১৯৭২
(b) ১৯৭৫ ✅
(c) ১৯৭৭
(d) ১৯৮০ -
বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী?
(a) বুদ্ধদেব ভট্টাচার্য
(b) মমতা বন্দ্যোপাধ্যায় ✅
(c) জ্যোতি বসু
(d) অধীর রঞ্জন -
অষ্টম তফসিলে কয়টি ভাষা আছে?
(a) ১৬
(b) ২২ ✅
(c) ১৮
(d) ২৪ -
ব্লু রেভল্যুশন বলতে বুঝায়—
(a) কৃষি
(b) মাছ চাষ ✅
(c) শিল্প
(d) বিদ্যুৎ -
জনগনের উচ্চকক্ষ?
(a) লোকসভা
(b) রাজ্যসভা ✅
(c) বিধানসভা
(d) বিধান পরিষদ -
লোকসভাতে মোট আসন কত?
(a) ৫৪৫ ✅
(b) ৫৫০
(c) ৫২৫
(d) ৫৭৫ -
জাতীয় ফুল?
(a) গাঁদা
(b) পদ্ম ✅
(c) রজনীগন্ধা
(d) জবা -
ভারতের প্রথম রাষ্ট্রপতি?
(a) বি.আর. আম্বেদকর
(b) রাজেন্দ্র প্রসাদ ✅
(c) সুভাষ ব।সু
(d) জওহরলাল নেহরু -
গোলকুন্ডা বিখ্যাত কোন খনিজের জন্য?
(a) লোহা
(b) হীরা ✅
(c) কয়লা
(d) তামা -
‘ভারত ছাড়ো আন্দোলন’ চালু হয়—
(a) ১৯৪০
(b) ১৯৪২ ✅
(c) ১৯৪৫
(d) ১৯৪৭ -
ভারতীয় সংবিধান কতটি অনুচ্ছেদ নিয়ে গঠিত? (বর্তমানে)—
(a) প্রায় ৩৯৫
(b) ৪৪৮ ✅
(c) ৫০০
(d) ৩৫০ -
পশ্চিমবঙ্গের পুলিশ একাডেমি কোথায় অবস্থিত?
(a) সল্টলেক
(b) বজবজ
(c) বারুইপুর ✅
(d) দমদম -
জাতীয় যুব দিবস কবে পালিত হয়?
(a) ১২ জানুয়ারি✅
(b) ২৩ জানুয়ারি
(c) ২ অক্টোবর
(d) ২৬ জানুয়ারি -
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়?
(a) প্যারিস
(b) জেনেভা ✅
(c) নিউইয়র্ক
(d) লন্ডন -
পশ্চিমবঙ্গ পুলিশ দিবস কবে পালিত হয়?
(a) ১ সেপ্টেম্বর✅
(b) ১৫ আগস্ট
(c) ২১ অক্টোবর
(d) ৫ জুন -
ভারতের জাতীয় আয় গণনার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
(a) উৎপাদন পদ্ধতি
(b) আয় পদ্ধতি
(c) ব্যয় পদ্ধতি
(d) উপরিউক্ত সব ✅ -
ভারতের প্রথম মহিলা IPS অফিসার কে ছিলেন?
(a) কিরণ বেদী ✅
(b) প্রতিভা পাটিল
(c) ইন্দিরা গান্ধী
(d) মীরা কুমার -
কলকাতা শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(a) জব চার্নক✅
(b) লর্ড কার্জন
(c) রবার্ট ক্লাইভ
(d) ওয়ারেন হেস্টিংস -
‘জাতীয় বিজ্ঞান দিবস’ কবে পালিত হয়
(a) ২৮ ফেব্রুয়ারি✅
(b) ১৫ মার্চ
(c) ৫ জুন
(d) ১৪ এপ্রিল
পোস্টটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া আছে
File Details:
PDF Name : WBP/KP Special 50 GK
Language : Bengali
Size : 1 mb
No. of Pages : 07
Download Link : Click Here To Download
Hi, Please Do not Spam in Comments.