জ্ঞান চক্ষু - আশাপূর্ণা দেবী
মাধ্যমিক 2026 এর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সুবিধার্থে আমরা তুলে ধরেছি এই গল্পের উপর ভিত্তি করে সমস্ত MCQ প্রশ্ন ও উত্তর। নিচের প্রশ্নগুলি তোমাদের প্রস্তুতিকে আরো মজবুত করবে। তবে শুধু MCQ প্রশ্ন মুখস্ত করলেই হবে, না। পরীক্ষায় যেকোনো গল্প, কবিতার MCQ প্রশ্নের উত্তর নির্ভুল দিতে চাইলে তোমাদের সর্বপ্রথম, বাংলা TEXT বই খুঁটিয়ে পড়তে হবে। অর্থাৎ বাংলা বিষয়ের MCQ প্রশ্নের মূল চাবিকাঠিই হলো, বাংলা Text বই খুঁটিয়ে পড়া। এবং নিজের আত্ম বিশ্বাসকে গড়ে তুলতে তোমাদের Mocktest প্রাকটিস করা ভীষণ জরুরি। অতএব আর সময় অপচয় না করে, নিচের MCQ প্রশ্ন গুলোর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো।
BongoShiksha | MCQ প্রশ্ন |
---|---|
বিষয় (গল্প) | জ্ঞানচক্ষু |
লেখিকা | আশাপূর্ণা দেবী |
প্রশ্ন সংখ্যা | ৬০ |
1/ "ঠিক আছে তখন, তোমার গল্প আমি ছাপিয়ে দেবো, কথাটি বলেছিলেন -
উত্তর: তপনের মেসো
2/ "তবু লিখছে। লুকিয়ে লিখছে" - এভাবে লেখার কারণ কি?
উত্তর: যেন নেশায় পেয়েছে
3/ "যেন নেশায় পেয়েছে" - এক্ষেত্রে নেশাটি হল -
উত্তর: গল্প লেখা
4/ তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন?
উত্তর: সন্ধ্যাতারা
5/ তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন?
উত্তর: সন্ধ্যাতারা
6/ 'ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়' ?
উত্তর: বছর আষ্টেকের
7/ পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম -
উত্তর: প্রথম দিন
8/ তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদক কে বললেন, না করতে পারবে না?
উত্তর: সন্ধ্যা তারা
9/ ন"ছুটি ফুরিয়ে এসেছে" ছুটিটি ছিল -
উত্তর: গরমের ছুটি
10/ "শুধু এটাই জানা ছিল না" অজানা বিষয়টি হলো -
উত্তর: মানুষই গল্প লেখে
11/ "মাসি বলে, নেশার উপযুক্ত কাজ হবে সেটা" উপযুক্ত কাজ কি হবে?
উত্তর: তপনের গল্পটি প্রকাশ করলে
12/ তপনের চোখ মার্বেল হয়েছিল?
উত্তর: কথা শুনে
13/ "বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, - দেদার শব্দের অর্থ -
উত্তর: বিস্তর বা প্রচুর
14/ তপনের মামা বাড়িতে ' দেদার ঘটাপেটা ' করা অনুষ্ঠিত হয়েছিল -
উত্তর: ছোট মাসির বিয়ে
15/ "আরে ব্যাস, এত কখনো খাওয়া যায়" এ কথা বলে ছোট মেসো কি করেন?
উত্তর: অর্ধেক খাবার তুলিয়ে দেন
16/ তপনের নতুন মেসো খবরের কাগজের সব কথা নিয়ে -
উত্তর: গল্প ও তর্ক করেন
17/ "এ দেশের কিছু হবে না" বক্তা -
উত্তর: নতুন মেসো
18/ 'এ দেশের কিছু হবে না' বলে ছোটমেসো বেরিয়ে পড়েন-
উত্তর: বেড়াতে বা সিনেমা দেখতে
19/ মামার বাড়িতে তপন এসেছিল-
উত্তর: ছোট মাসির বিয়ে উপলক্ষ্যে
20/ 'আর ছুটি আছে বলেই রয়ে গেছে' কে রয়ে গেছে?
উত্তর: তপন
21/ তপনের মেসোমশাই পেশাগতভাবে একজন-
উত্তর: প্রফেসার
22/ 'কিন্তু কে শোনে তার কথা'- তপনের কথা কে শোনেনি?
উত্তর: তপনের ছোট মাসি
23/ 'ছোট মাসি সেই দিকে ধাবিত হয়' কোন্ দিকে?
উত্তর: ঘুমন্ত স্বামীর দিকে
24/ হইচই করে নতুন মেসোমশাইয়ের ঘুম ভাঙিয়ে দিয়েছিল-
উত্তর: ছোট মাসি
25/ মাসির হইচইতে তপন মনে মনে-
উত্তর: পুলকিত হয়
26/ মেসোর মুখে 'করুণার ছাপ' দেখে তপন আহ্লাদে-
উত্তর: কাঁদো কাঁদো হয়ে যায়
27/ 'চায়ের টেবিলে ওঠে কথাটা' কখন?
উত্তর: বিকেলে
28/ তপনের লেখা প্রথম গল্পটির বিষয়বস্তু হল-
উত্তর: ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা ও অনুভূতি
29/ তপন প্রথম গল্পটি লিখেছিল-
উত্তর: দুপুর বেলা
30/ 'বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি'-'যেটি' বলতে বোঝানো হয়েছে-
উত্তর: হোম টাস্কের খাতা
31/ 'তোমরা বিশ্বাস করবে কিনা জানিনা'-অবিশ্বাস্য ব্যাপারটি হলে-
উত্তর: তপন একাসনে বসে একটা গল্প লিখেছে
32/ 'হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন' উত্তেজনার কারণ-
উত্তর: স্বরচিত গল্পটি সত্যিকারের গল্পের মতো লাগছে দেখে
33/ তপন গল্প লিখে প্রথম জানিয়েছিল-
উত্তর: ছোট মাসিকে
34/ তপনের চিরকালের বন্ধু হল-
উত্তর: ছোট মাসি
35/ 'ওমা এত বেশ লিখেছিস রে' কথাটি ছোট মাসি বলেছিল-
উত্তর: সন্দেহের সুরে
36/ 'আরে বাবা খেপছিস কেন' কে খেপেছিল?
উত্তর: তপন
37/ 'যার জন্য হাঁ করে আছে তপন' তপন হাঁ করেছিল-
উত্তর: ছাপা আঁটসাঁট অক্ষরে নিজের গল্পটি দেখতে
38/ 'পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে' পত্রিকাটির নাম কী?
উত্তর: সন্ধ্যাতারা
39/ 'সকলেই একবার করে চোখ বোলায়' কোথায় চোখ বোলায়?
উত্তর: 'সন্ধ্যাতারা' পত্রিকায়
40/ তপনকে স্বরচিত গল্পটি পড়ে শোনাতে বলেছিল-
উত্তর: মা
41/ 'তার মাথায় ঢোকে না' তপনের মাথায় ঢোকেনি-
উত্তর: সে কী পড়ছে
42/ 'তপন বইটা ফেলে রেখে চলে যায়'-এখানে 'বইটা' বলতে বোঝানো হয়েছে-
উত্তর: 'সন্ধ্যাতারা' পত্রিকা
43/ 'তা জানে না তপন' তপন জানত না-
উত্তর: দিনটি কেন তার কাছে সবচেয়ে দুঃখের মনে হচ্ছে
44/ ছাতে উঠে গিয়ে তপন চোখ মোছে-
উত্তর: শার্টের তলাটা তুলে
45/ 'তপনকে যেন আর কখনো শুনতে না হয়' যে কথা তপন শুনতে চায়নি-
উত্তর: অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে
46/ 'আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম' কী থাকার কথা বলা হয়েছে?
উত্তর: লেখক মেসো
47/ 'তপন আর পড়তে পারে না' কারণ-
উত্তর: তার গল্পটা আগা গোড়াই কারেকশন করা হয়েছে
48/ 'প্রথম দিন' গল্পটির লেখক/তপনের সম্পূর্ণ নাম/পত্রিকার সূচিপত্রে যে নামটি লেখা ছিল-
উত্তর: শ্রী তপন কুমার রায়
49/ তপনের লেখা গল্পটি নিয়ে কে চলে গিয়েছিলেন?
উত্তর: তপনের ছোট মেসো
50/ নতুন মেসোমশাই শ্বশুরবাড়িতে কিছুদিন ছিলেন, কারণ-
উত্তর: তাঁর কলেজে গরমের ছুটি চলছে
51/ 'তপনের হাত আছে' কথাটির অর্থ হল-
উত্তর: লেখার বা ভাষার দক্ষতা
52/ তপনের লেখা গল্প মেসোমশাইকে কে দিয়েছিলেন?
উত্তর: তপনের ছোটমাসি
53/ 'তারপর ধমক খায়' তপন ধমক খায়-
উত্তর: নিজের লেখা গল্প না পড়ার জন্য
54/ তপনদের বাড়িতে গিয়ে ছোটমাসি চায়ের সঙ্গে কী খেয়েছিল?
উত্তর: ডিমভাজা
55/ মামার বাড়িতে এলে তপন সব আবদার কার কাছে করে?
উত্তর: ছোট মাসির কাছে
56/ 'ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে' কোন্ কথা?
উত্তর: মেসোর কারেকশনের কথা
57/ 'কীরে তোর যে দেখি পায়াভারী হয়ে গেল'-'পায়া ভারী' শব্দের অর্থ-
উত্তর: অহংকারী হয়ে যাওয়া
58/ 'গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের' কারণ-
উত্তর: স্বরচিত গল্প পাঠের অনুভূতি
59/ ছোট মামাদের মতোই তপনের নতুন মেসোমশাই-
উত্তর: খবরের কাগজের কথা নিয়ে গল্প, তর্ক করেন
60/ 'তপন বইটা ফেলে রেখে চলে যায়' কোথায়?
উত্তর: ছাদে
61/ নতুন মেসোমশাই কী নিয়ে প্রবলভাবে গল্প করেন?
উত্তর: খবরের কাগজের কথা
62/ বিয়ের পরে 'মুরুব্বি মুরুব্বি' হয়েছে-
উত্তর: তপনের ছোট মাসি
63/ 'তোমার গল্প তো দিব্যি হয়েছে' কথাটা শুনে তপন প্রথমে ভেবেছিল-
উত্তর: ঠাট্টা
64/ 'রত্নের মূল্য জহুরির কাছেই'- এখানে 'জহুরি' বলা হয়েছে-
উত্তর: তপনের নতুন মেসোমশাইকে
65/ নিজের লেখা গল্প প্রথমবার পড়ে তপনের-
উত্তর: গায়ে কাঁটা দিয়ে উঠেছিল
Related Search : Gyan Chokshu MCQ Madhyamik 2026 || Ashapurna Devi story questions || Madhyamik Bengali MCQ 2026 PDF || Gyan Chokshu class 10 quiz || Bengali literature MCQ for Madhyamik || মাধ্যমিক ২০২৬ বাংলা গল্প প্রশ্ন || Gyan Chokshu important questions with answers || WB Madhyamik 2026 Bengali suggestion || জ্ঞান চক্ষু গল্পের প্রশ্নোত্তর || Ashapurna Devi Madhyamik syllabus || Madhyamik 2026 Bengali chapter-wise MCQ || Gyan Chokshu story summary and quiz || মাধ্যমিক বাংলা গল্প MCQ PDF || Class 10 Bengali MCQ Ashapurna Devi || Gyan Chokshu Madhyamik preparation tips
Hi, Please Do not Spam in Comments.