জ্ঞান চক্ষু (মাধ্যমিক 2026): SAQ প্রশ্ন উত্তর
- ১তপনের গল্প পড়ে ছোটমাসি কী বলেছিল?তপনের গল্প পড়ে ছোটমাসি তার লেখার প্রশংসা করেছিল এবং একটু সন্দেহের সুরে জিজ্ঞেস করেছিল সে আদৌ কোনোখান থেকে গল্পটি নকল করেছে কিনা।
- ২'একটু 'কারেকশন' করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে' কে, কী ছাপানোর কথা বলেছেন?তপনের নতুন মেসোমশাই 'প্রথমদিন' নামে তপনের লেখা গল্পটি 'সন্ধ্যাতারা' পত্রিকায় ছাপানোর কথা বলেছেন।
- ৩'সূচিপত্রেও নাম রয়েছে'-সূচিপত্রে কী লেখা ছিল?'সন্ধ্যাতারা' পত্রিকার সূচিপত্রে লেখা ছিল-'প্রথম দিন' (গল্প) শ্রী তপন কুমার রায়।
- ৪তপন মামার বাড়িতে কেন এসেছিল?তপন ছোট মাসির বিয়ে উপলক্ষে মামার বাড়িতে এসেছিল।
- ৫শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন'-সংকল্পটি কী?অপমানে ও দুঃখে তপন সংকল্প করেছিল, যদি কখনো গল্প ছাপতে দেয় তো নিজে গিয়ে দেবে। সে গল্প ছাপা হোক বা না হোক।
- ৬'রত্নের মূল্য জহুরীর কাছেই'- কথাটির অর্থ কী?যোগ্য ব্যক্তি অন্যের যোগ্যতার প্রকৃত কদর করে-উক্ত প্রবাদটি এই অর্থে ব্যবহৃত হয়েছে।
- ৭'বিকেলের চায়ের টেবিলে ওঠে কথাটা'- কোন্ কথাটা?নতুন মেসোমশাই তপনের লেখা গল্পের প্রশংসা করে সেটি ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এই কথাটি বিকেলে চায়ের টেবিলে ওঠে।
- ৮'ভালো হবে না বলছি'- কোন্ কথার প্রেক্ষিতে বক্তার এমন উক্তি?তপনের গল্প পড়ে ছোটমাসি একটু সন্দেহের সুরে জিজ্ঞেস করে সে আদৌ কোনোখান থেকে গল্পটি টুকলিফাই করেছে কিনা। মাসির এই কথার প্রেক্ষিতেই তপন প্রতিবাদ জানিয়ে মন্তব্যটি করে।
- ৯'গল্প ছাপা হলেও যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না' উদ্দিষ্ট ব্যক্তির আহ্লাদিত হতে না পারার কারণ কী?'সন্ধ্যাতারা' পত্রিকায় তপনের লেখা গল্প প্রকাশিত হলেও সকলে তপনের বদলে তার নতুন মেসোমশাইয়ের প্রশংসা করেছিল বলে আহ্লাদিত হতে পারেনি।
- ১০কোন্ কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল?তপন যখন শুনল তার নতুন মেসোমশাই একজন লেখক তখন বিস্ময়ে তার চোখ মার্বেল হয়ে গিয়েছিল।
- ১১তপনের লেখা গল্পটি কতখানি 'কারেকশন' করেন নতুন মেসো?তপনের লেখা গল্পটিকে নতুন মেসোমশাই আগা গোড়াই কারেকশন করেছিলেন।
- ১২'যেন নেশায় পেয়েছে'-কার কী নেশায় পেয়েছে?তপনকে গল্প লেখার নেশায় পেয়েছে।
- ১৩'শুধু এইটাই জানা ছিল না'-কার কী জানা ছিল না?গল্প লেখা এতই সহজ যে মানুষেই গল্প লিখতে পারে, এ কথা তপনের জানা ছিল না।
- ১৪'পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে' এখানে কোন্ ঘটনাকে অলৌকিক বলা হয়েছে?ছাপার অক্ষরে তপনের লেখা গল্প হাজার হাজার ছেলেমেয়ের হাতে ঘুরবে, এটাই তপনের কাছে অলৌকিক ঘটনা।
- ১৫'ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে'- কোন্ কথা ছড়িয়ে পড়ে?তপনের লেখা গল্পটিকে একটু-আধটু কারেকশন করতে হয়েছে-মেসোমশাইয়ের এই কারেকশন করার কথাটা সারা বাড়িতে ছড়িয়ে পড়ে।
- ১৬'আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন'-বক্তার কোন্ দিনটি সবচেয়ে দুঃখের?বক্তা অর্থাৎ তপনের কাছে দুঃখের দিন ছিল 'সন্ধ্যাতারা' পত্রিকায় নিজের নামে ছাপানো অন্যের গল্প পাঠের দিনটি/তপনদের বাড়িতে ছোট মাসি ও মেসোমশাই যেদিন 'সন্ধ্যাতারা' পত্রিকা নিয়ে হাজির হয়েছিলেন, সেই দিনটি ছিল সবচেয়ে দুঃখের দিন।
- ১৭'এ বিষয়ে সন্দেহ ছিল তপনের'- কোন্ বিষয় তপনের সন্দেহ ছিল?একজন লেখক যে তপনের অন্যান্য আত্মীয়ের মতই নিছক সাধারণ মানুষ হতে পারে, এ বিষয়ে তপনের সন্দেহ ছিল।
- ১৮'তপন প্রথমটা ভাবে ঠাট্টা'- কোনটি কে তপনের ঠাট্টা মনে হয়েছিল?সামান্য কারেকশন করে দিলে তপনের লেখা গল্পটি ছাপতে দেওয়া চলে-নতুন মেসো এই কথাটিকে তপন প্রথমে ঠাট্টা মনে করেছিল।
- ১৯'ছোটমাসি আর মেসো একদিন বেড়াতে এলো'-তাঁরা কী নিয়ে বেড়াতে এলেন?ছোট মাসি আর মেসো তপনদের বাড়িতে এক সংখ্যা 'সন্ধ্যাতারা' পত্রিকা নিয়ে বেড়াতে এলেন।
- ২০'মেসোর উপযুক্ত কাজ হবে সেটা'- কোন্ কাজকে মেসোর উপযুক্ত কাজ বলা হয়েছে?তপনের গল্পটিকে পত্রিকায় ছাপিয়ে দেওয়াই হবে মেসো হিসেবে তার স্বামীর উপযুক্ত কাজ।
- ২১'জলজ্যান্ত একজন লেখক' বলতে কার কথা বলা হয়েছে?তপনের নতুন মেসোমশাই তথা ছোট মেসোর কথা বলা হয়েছে।
- ২২'তপনেরই বা লেখক হতে বাধা কী'-তপনের লেখক হতে বাধা নেই কেন?নতুন মেসোকে দেখে তপন বুঝতে পারে লেখকরা আকাশ থেকে পড়া কোনো জীব নয়, সাধারণ মানুষ। তাই তার লেখক হতে কোনো বাধা নেই।
- ২৩'তোমার গল্প তো দিব্যি হয়েছে' - মেসোমশাই কথাটি কেন বলেছিলেন?সদ্য বিবাহিত মেসোমশাই নিজের শ্বশুরবাড়ির একটি বাচ্চা ছেলেকে খুশি করতেই মূলত উক্ত কথাটি বলেছিলেন।
- ২৪'লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে'-তপনের কেন এমন মনে হয়েছিল?তপনের নতুন মেসোমশাই ছিলেন একজন স্বনামধন্য লেখক এবং কলেজে প্রফেসর। এজন্যই তপনের মনে হয়েছিল মেসোর মতো গুণী মানুষই তার লেখার প্রকৃত মূল্য বুঝবে।
- ২৫'সন্ধ্যাতারা' পত্রিকায় গল্প ছাপানোর প্রসঙ্গে মেসোমশাই কী বলেছিলেন?মেসো জানিয়েছিলেন, তিনি যদি তপনের গল্পটি ছাপিয়ে দেওয়ার অনুরোধ করেন তবে 'সন্ধ্যাতারা' পত্রিকার সম্পাদক 'না' বলতে পারবেন না।
- ২৬'সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন'-কোন্ সুযোগে কী দেখতে পাচ্ছে?তপনের লেখক মেসোমশাই কিছুদিন শ্বশুরবাড়িতে এসে রয়েছেন। সেই সুযোগেই তপন দেখতে পাচ্ছে যে লেখকরা ভিনগ্রহের প্রাণী নয়, তাদের মতই মানুষ।
- ২৭মাসির হইচইতে তপন কেন পুলকিত হয়েছিল?ছোট মাসি তপনের লেখা গল্পটি স্বামীকে পড়ানোর জন্য হইচই করে তার ঘুম ভাঙিয়ে দিলে, তপন পুলকিত হয় যে-গুণী মেসোমশাই তার লেখার সঠিক মূল্য বুঝতে পারবেন।
- ২৮'এইসব মালমশলা নিয়ে বসে'- কোন্ সব মালমশলার কথা বলা হয়েছে?অল্পবয়সি ছেলে-মেয়েরা গল্প লিখতে গেলে রাজারানি, খুন-জখম, এক্সিডেন্ট কিংবা অনাহারে মৃত্যুর মতো চিরাচরিত বিষয়ের মালমশলা নিয়েই গল্প লিখতে বসে।
- ২৯'এমন সময় ঘটল সেই ঘটনা'- কোন্ ঘটনার কথা বলা হয়েছে?ছোটমাসি ও মেসোমশাই তপনদের বাড়িতে 'সন্ধ্যাতারা' পত্রিকা হাতে নিয়ে আসার ঘটনার কথা।
- ৩০'বুকের রক্ত ছলকে ওঠে তপনের' কেন?ছোটমাসি ও মেসোমশাইকে 'সন্ধ্যাতারা' পত্রিকা হাতে নিয়ে আসতে দেখে তপন অনুমান করেছিল যে ওই পত্রিকাতেই তার গল্প ছাপা হয়েছে। এজন্য উত্তেজনায় তার বুকের রক্ত ছলকে উঠেছিল।
- ৩১'তা ঘটেছে, সত্যিই ঘটেছে'- কী ঘটেছে?তপনের স্বরচিত গল্পটি 'সন্ধ্যাতারা' পত্রিকায় ছাপা হওয়া অলৌকিক ঘটনাটি ঘটেছে।
- ৩২'সারা বাড়িতে শোরগোল পড়ে যায়'-এই শোরগোলের কারণ কী?'সন্ধ্যাতারা' পত্রিকায় তপনের লেখা গল্প ছাপা হয়েছে বলে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়।
- ৩৩'আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম'-কোন চেষ্টার কথা বলা হয়েছে?তপনের মেজকাকুর মতে, তপনের লেখক মেসোমশাইয়ের মতো কোনো মেসো তার থাকলে তিনিও গল্প লেখার চেষ্টা করতেন।
- ৩৪তপনদের বাড়িতে গিয়ে ছোট মাসি এবং মেসো কী কী খেয়েছিল?ছোট মাসি ডিম ভাজা আর চা খান এবং মেসো খান শুধু কফি।
- ৩৫'আজ আর অন্য কথা নেই' কোন দিনের কথা বলা হয়েছে/সেদিন শুধু কোন কথা আলোচিত হয়েছিল?ছোট মাসি ও মেসোমশাই যেদিন তপনদের বাড়িতে আসেন সেদিন শুধু তপনের গল্প ও মেসোের মহত্বের কথা আলোচিত হয়েছিল।
- ৩৬'তপন লজ্জায় ভেঙে পড়তে যায়'- তার অভিজ্ঞতা কী হয়?মায়ের অনুরোধে স্বরচিত গল্প পড়তে গিয়ে তপন দেখে তার গল্পের প্রতিটি লাইনই নতুন, তার সম্পূর্ণ অপরিচিত।
- ৩৭'তপন পড়তে পারে না। বোবার মত বসে থাকে'- তপনের এমন অবস্থার কারণ কী?নিজের লেখা গল্প পড়তে গিয়ে তপন দেখে কারেকশনের নামে মেসোমশাই তার গল্পটাকেই পুরো বদলে দিয়েছেন, তখন তপন অভিমানে বোবার মতো বসে থাকে।
- ৩৮'তারপর ধমক খায়'-কে, কেন ধমক খায়?মা তপনকে গল্প পড়ার অনুরোধ করলেও, তপন বোবার মতো চুপ করে বসে থাকে। তাই সে ধমক খেয়েছিল।
- ৩৯'সেই তিনি নাকি বই লেখেন'- 'তিনি' কে?কিছুদিন আগে যেই ব্যক্তির সঙ্গে তপনের ছোট মাসির বিয়ে হয়েছিল অর্থাৎ নতুন মেসোমশাইকে 'তিনি' বলা হয়েছে।
- ৪০'নতুন নতুন অমন হয়'-কী হয়?তপনের ছোট মাসির মতে, গল্প লিখতে গেলে নতুন-নতুন একটু আধটু ভুল হয় এজন্য একটু কারেকশনের প্রয়োজন হয়।
- ৪১'একেবারে নিছক মানুষ'-কাকে 'নিছক মানুষ' বলা হয়েছে?তপনের নতুন মেসোমশাই তথা লেখক মেসোমশাইকে নিছক মানুষ বলা হয়েছে।
- ৪২তপন কেন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনেছিল?তপনের গল্পটি তার মেসোমশাই ছাপানোর প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গিয়েছিলেন। তাই তপন মেসোমশাইয়ের প্রতীক্ষায় কৃতার্থ হয়ে দিন গুনছিল।
- ৪৩'নতুন মেসোকে দেখে জানল সেটা'-তপন কী জেনেছিল?নতুন মেসোমশাই কে দেখে তপন জেনেছিল গল্প লেখা বিষয়টি মোটেই কঠিন নয়। যে- কেউই গল্প লিখতে পারে।
- ৪৪'এই কথাটাই ভাবছে তপন'- কোন কথাটা?ছোটবেলা থেকেই সে রাশি গল্প শুনেছে, পড়েছে। তাই গল্প জিনিসটা তপনের কাছে অজানা নয়। এই কথাটাই তপন ভাবছিল।
- ৪৫'লেখার পর যখন পড়লো'- লেখাটি পড়ে তপনের প্রতিক্রিয়া কী হয়েছিল?স্বরচিত গল্পটি পড়ার পর তপনের গায়ে কাঁটা দিয়েছিল এবং উত্তেজনায় মাথার চুল খাড়া হয়ে উঠেছিল।
- ৪৬'কিন্তু গেলেন তো-গেলেনই যে'-কে কোথায় গিয়েছিলেন?তপনের লেখা গল্পটি নিয়ে নতুন মেসোমশাই নিজের বাড়িতে চলে গিয়েছিলেন।
- ৪৭'এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে'- বাড়িতে তপনের কী কী নাম হয়েছিল?বাড়িতে তপনের নাম হয়েছিল কবি, সাহিত্যিক ও কথাশিল্পী।
- ৪৮বাড়ির সকলের তপনকে উঠতে বসতে ঠাট্টা করে কী বলতো?বাড়ির সকলে উঠতে বসতে তপনকে ঠাট্টা করে বলতো 'তোর হবে, হাঁ বাবা তোওর হবে'।
- ৪৯'নতুন মেসোই বুঝবে'-নতুন মেসো কী বুঝবে?তপন নিশ্চিত যে নতুন মেসোমশাই তার লেখা গল্পের প্রকৃত মূল্য বুঝবে।
আশাপূর্ণা দেবীর 'জ্ঞানচক্ষু' গল্পের সমস্ত SAQ প্রশ্ন ও তার উত্তর সহ আজকের এই আর্টিকেল। প্রিয় ছাত্র ছাত্রীরা এই প্রায় অন্তিম মুহূর্তে তোমাদের এখন Revision এর প্রয়োজন, তাই তোমাদের জন্য একটি বিশেষ SAQ প্রশ্নের সেট আপলোড করা হল। আশা করছি এতে তোমাদের পরীক্ষার প্রস্তুতি আরো ভালো হবে।
Related Search : Madhyamik 2026 Bengali Question Paper || Madhyamik Bengali SAQ Suggestion 2026 || Madhyamik 2026 Bengali Short Question Answer || মাধ্যমেিক বাংলা সাজেশন ২০২৬ || Madhyamik Bengali Important Questions 2026 || Madhyamik Bengali SAQ and MCQ 2026 || Madhyamik Bengali Exam Preparation 2026 || জ্ঞানচক্ষু গল্প SAQ প্রশ্ন উত্তর ২০২৬ || Madhyamik Bengali Final Exam Questions 2026 || West Bengal Madhyamik Bengali Syllabus 2026
Hi, Please Do not Spam in Comments.