Type Here to Get Search Results !

অসুখী একজন কবিতা - সমস্ত SAQ প্রশ্ন এবং উত্তর | মাধ্যমিক বাংলা ২০২৬ সাজেশন | Madhyamik 2026

0
অসুখী একজন কবিতা SAQ প্রশ্ন উত্তর, Madhyamik 2026


অসুখী একজন - পাবলো নেরুদা

২০২৬ এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, পাবলো নেরুদা'র 'অসুখী একজন' কবিতার সমস্ত SAQ Type প্রশ্ন এবং তার উত্তরসহ আজকের এই আর্টিকেল। তোমাদের সুবিধার্থে এবং তোমাদের প্রস্তুতিকে আরো মজবুত করে তুলতে আমরা সর্বদা কোনো না কোনো বিষয়ের প্রশ্ন উত্তর আপলোড করে থাকি। অতএব, সাজেশনমূলক আপডেট পেতে নজর রাখবে আমাদের এই পেজে।



১. অসুখী একজন কবিতাটি কে বাংলায় তরজমা করেছেন?  [মাধ্যমিক ১৯] 
উত্তরঃ 'অসুখী একজন' কবিতাটি বাংলায় তরজমা করেছেন নবারুণ ভট্টাচার্য। 

২. 'শিশু আর বাড়িরা খুন হল'-শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? [মাধ্যমিক ১৭] 
উত্তর: রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধের করাল থাবার আঘাতে শিশু আর বাড়িরা খুন হয়েছিল। 

৩. 'তারপর যুদ্ধ এল'-যুদ্ধ কেমনভাবে এল? [মাধ্যমিক ২২]

অথবা

'তারপর যুদ্ধ এল' কবিতায় উল্লিখিত যুদ্ধের প্রকৃতি কীরূপ?
উত্তর: 'অসুখী একজন' কবিতায় বলা হয়েছে যুদ্ধ এল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। 

৪. 'যেখানে ছিল শহর' সেখানকার কী অবস্থা হল? [মাধ্যমিক ২৩]  


অথবা 

 'অসুখী একজন' কবিতায় যুদ্ধের পর শহরের অবস্থা কেমন হয়েছিল?

উত্তর: যেখানে শহর ছিল ভয়ংকর যুদ্ধ সেখানে ধ্বংসের চিহ্ন এঁকে দিয়ে গেছে। 
# যেখানে শহর ছিল যুদ্ধ শেষে তা কাঠ কয়লায় ঘেরা শ্মশানে পরিণত হয়েছিল।

৫. 'ঘাস জন্মালো রাস্তায়'- কখন রাস্তায় ঘাস জন্মালো? [মাধ্যমিক ২৪]
 
উত্তর: কথক বিদায় নেওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হয়, বৃষ্টি এসে ধুয়ে দেয় তার পায়ের দাগ। এরপরেই ঘাস জন্মায় রাস্তায়। 

৬. 'বৃষ্টিতে ধুয়ে দিল'- বৃষ্টি এসে কী ধুয়ে দিল? 
উত্তরঃ বৃষ্টি এসে কথকের পায়ের দাগ ধুয়ে দিল। 

৭. 'অসুখী একজন' কবিতায় কবি তাকে কোথায় দাঁড় করিয়ে রেখেছিলেন? 
উত্তর: কবি 'তাকে' অর্থাৎ তার প্রেমিকাকে/প্রেয়সীকে দরজায় দাঁড় করিয়ে রেখেছিলেন।

৮. 'অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে'-দরজায় কে, কাকে দাঁড় করিয়ে রেখেছিল? 
উত্তর: 'অসুখী একজন' কবিতার কথক তার প্রিয়জনকে/প্রিয়তমাকে দাঁড় করিয়ে রেখেছিলেন।

৯. 'অসুখী একজন' কবিতাটি কোন্ মূল ভাষায় রচিত হয়েছিল? 
উত্তরঃ 'অসুখী একজন' কবিতাটি স্প্যানিশ ভাষায় রচিত হয়েছিল।

১০. 'অসুখী একজন' কবিতায় কবির পায়ের দাগ কীসে ধুয়ে গিয়েছিল? 
উত্তর: অসুখী একজন কবিতায় কবির পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল।

১১. 'তারা আর স্বপ্ন দেখতে পারলো না'-কারা স্বপ্ন দেখতে পারলো না? 
উত্তরঃ মন্দিরের ধ্যানমগ্ন শান্ত হলুদ দেবতারা আর স্বপ্ন দেখতে পারলো না।

১২. 'সে জানতো না'-কে, কী জানতো না?
উত্তর: কথক যে আর কখনো ফিরে আসবে না, এই কথাটি অপেক্ষারতা মেয়েটি জানতো না। 

১৩. 'নেমে এলো তার মাথার ওপর'-তার মাথার উপর কী নেমে এসেছিল?
উত্তর: অপেক্ষারতা মেয়েটির মাথার ওপর একটার পর একটা পাথরের মতো বছরগুলি নেমে এসেছিল।

১৪. 'সেই মেয়েটির মৃত্যু হল না'-কোন্ মেয়েটির মৃত্যু হল না?
উত্তর: প্রিয়জন বিদায় নেওয়ার পর যে মেয়েটি দীর্ঘ অপেক্ষার প্রহর গুনেছে, সেই মেয়েটি তথা কথকের প্রেমিকার মৃত্যু হল না।

১৫. 'সমস্ত সমতলে ধরে গেল আগুন'- কেন আগুন ধরেছিল?
উত্তরঃ 'রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো' আগত ভয়াবহ যুদ্ধের কারণে সমস্ত সমতলে আগুন ধরেছিল।

১৬. 'উল্টে পড়ল মন্দির থেকে'-কারা উল্টে পড়ল?
উত্তর: মন্দিরের শান্ত হলুদ দেবতারা যুদ্ধের তাণ্ডবে মন্দির থেকে উল্টে পড়ল।

১৭. 'সমস্ত সমতলে ধরে গেল আগুন'-কেন এমন হয়েছিল?
উত্তর: যুদ্ধের সর্বগ্রাসী বীভৎসতায় সমস্ত সমতলে আগুন ধরেছিল।

১৮. 'অসুখী একজন' কবিতায় যুদ্ধ শেষে মেয়েটি কী করছিল?
উত্তর: যুদ্ধ শেষের মৃত্যুহীনা মেয়েটি কথকের অপেক্ষায় পথ চেয়েছিল।

১৯. 'সব চূর্ণ হয়ে গেল'-কী কী চূর্ণ হয়েছিল? [মাধ্যমিক ২৫] 

অথবা

'জ্বলে গেল আগুনে আগুনে'-কী কী জ্বলে গিয়েছিল?
উত্তর: কথকের স্মৃতি বিজড়িত মিষ্টি বাড়ি, চিমনি, গোলাপি গাছ, জলতরঙ্গ সবকিছু যুদ্ধের দাপটে চূর্ণ হয়ে আগুনে জ্বলে গিয়েছিল।

২০. 'রক্তের একটা কালো দাগ'-কালো দাগটি কীসের প্রতীক?
উত্তর: রক্তের কালো দাগটি যুদ্ধের ভয়াবহতার স্মৃতিচিহ্ন।

২১. 'আমি তাকে ছেড়ে দিলাম'- কথক কাকে ছেড়ে দিলেন?
উত্তর: কথক তার প্রিয়তমাকে ছেড়ে দিলেন। 
 

Related Search : অসুখী একজন কবিতা saq madhyamik 2026 || অসুখী একজন কবিতা ছোট প্রশ্নোত্তর madhyamik || অসুখী একজন কবিতা প্রশ্ন উত্তর class 10 || অসুখী একজন কবিতা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর madhyamik suggestion || অসুখী একজন কবিতা saq প্রশ্নোত্তর pdf || অসুখী একজন কবিতা madhyamik exam preparation || অসুখী একজন কবিতা প্রশ্ন উত্তর ২০২৬ || অসুখী একজন কবিতা saq solution madhyamik || অসুখী একজন কবিতা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর madhyamik 2026 || অসুখী একজন কবিতা প্রশ্নোত্তর || madhyamik suggestion 2026 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
WhatsApp Join WhatsApp Telegram Join Telegram