Type Here to Get Search Results !

"অসুখী একজন" কবিতার মাধ্যমিক ২০২৬ সালের গুরুত্বপূর্ণ ৩ মার্কের প্রশ্ন ও উত্তর | Madhyamik 2026

0
অসুখী একজন কবিতার মাধ্যমিক ২০২৬ সালের প্রশ্ন ও উত্তর


        পাবলো নেরুদা'র "অসুখী একজন" কবিতার সমস্ত গুরুত্বপূর্ণ ৩ মার্কের প্রশ্ন ও তার উত্তর সহ এই আর্টিকেল। দশম শ্রেণির এই কবিতার থেকে আপাতত কয়েকটি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর দেওয়া হল। পরবর্তীতে তোমাদের জন্য Last Minute Suggestion দেওয়া হবে 2026 এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। অতএব Last Minute Suggestions পেতে নজর রাখবে আমাদের এই পেজে। 



১. সে জানত না আমি আর কখনো ফিরে আসবো না'-'সে' কে? আমি আর কখনো ফিরে আসবো না' বলার কারণ কী? [মাধ্যমিক ২০]
 
উত্তর: নোবেল জয়ী চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত, নবারুণ ভট্টাচার্য অনূদিত 'অসুখী একজন' কবিতায় সে বলতে অপেক্ষামানা মেয়েটির কথা বলা হয়েছে।
▲ কর্তব্যের আহ্বানে স্বদেশ-স্বজন ছেড়ে কথক হয়েছেন সুদূরের যাত্রী। বছরের পর বছর কেটে গেলেও তিনি ফিরে আসতে পারেননি। তিনি প্রতীক্ষারতা মেয়েটিকে জানিয়ে যেতে পারেননি তার না ফেরার কথা। তাই কথকের বিদায় গ্রহণের কথাটি মেয়েটির কাছে সম্পূর্ণ অজ্ঞাত ছিল। প্রকৃতপক্ষে বৃহত্তর সমাজের ডাকে সাড়া দিয়েই যুদ্ধক্ষেত্রে যোদ্ধা হিসেবে যোগদানের জন্য কথককে গৃহত্যাগ করতে হয়েছিল। ব্যক্তির চেয়ে সমষ্টির মূল্য তার কাছে বেশিই ছিল, তাই তিনি নিজের ভালোবাসাকে বলিদান দিয়েও অনিশ্চয়তার পথ বেছে নিয়েছিলেন এবং যুদ্ধের আবশ্যিক পরিণতি হিসেবে তিনি আর কখনো ফিরে আসতে পারেননি।


২. "সেই মেয়েটি আমার অপেক্ষায়'-কোন্ মেয়েটির কথা বলা হয়েছে? তার অপেক্ষার কারণ কী?

উত্তর: উৎস: নোবেলজয়ী চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত, নবারুণ ভট্টাচার্য অনূদিত "অসুখী একজন" কবিতা থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে।
▲ প্রিয়জন বিদায় নেওয়ার পর যে মেয়েটি দীর্ঘদিন প্রতীক্ষার প্রহর গুণে অশেষ ধৈর্যের পরিচয় দিয়েছিল, এখানে সেই মেয়েটির কথা বলা হয়েছে।
▲ প্রিয়জন বিদায় নেওয়ার পর মেয়েটি জানত না, এ যাওয়াই কথকের শেষ যাওয়া। এরপর যুদ্ধ আসে। যুদ্ধের সর্বগ্রাসী অগ্নিশিখা জাগতিক সবকিছুকে ধ্বংস করলেও, মেয়েটির হৃদয়ের ভালোবাসাকে স্পর্শ করতে পারে না। তাই সর্বহারার মহাশ্মশানে দাঁড়িয়েও মৃত্যুহীন মেয়েটি তার প্রিয়জনের প্রতীক্ষায় পথ চেয়ে থাকে।


৩. 'সেই মেয়েটির মৃত্যু হল না'-কোন্ মেয়েটির কথা বলা হয়েছে? কেন তার মৃত্যু হল না? ১+২

উত্তরঃ উৎস: নোবেলজয়ী চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত, নবারুণ ভট্টাচার্য অনূদিত "অসুখী একজন' কবিতা থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে।
প্রিয়জন বিদায় নেওয়ার পর যে মেয়েটি দীর্ঘদিন প্রতীক্ষার প্রহর গুণে অশেষ ধৈর্যের পরিচয় দিয়েছিল, এখানে সেই মেয়েটির কথা বলা হয়েছে।
▲ প্রিয়জন বিদায় নেওয়ার পর মেয়েটি জানত না, এ যাওয়াই কথকের শেষ যাওয়া। এরপর যুদ্ধ আসে। যুদ্ধের সর্বগ্রাসী অগ্নিশিখা জাগতিক সবকিছুকে ধ্বংস করলেও, মেয়েটির হৃদয়ের ভালোবাসাকে স্পর্শ করতে পারে না। তাই সর্বহারার মহাশ্মশানে দাঁড়িয়েও মৃত্যুহীন মেয়েটি তার প্রিয়জনের প্রতীক্ষায় পথ চেয়ে থাকে।
জাগতিক সবকিছুই নশ্বর, একমাত্র ভালোবাসা অবিনশ্বর। প্রকৃতপক্ষে মেয়েটি ছিল ভালোবাসার মূর্ত প্রতীক। শাশ্বত ভালোবাসার মৃত্যু হয় না। যুদ্ধের কাঠিন্য ভালোবাসার ফল্গুধারার কাছে হার মানে। তাই যুদ্ধের আগুন মেয়েটিকে স্পর্শ করতে পারেনি। অপেক্ষারতা মেয়েটিরও মৃত্যু হয়নি।



৪. 'তারা আর স্বপ্ন দেখতে পারল না'-'তারা' কারা? কেন তারা স্বপ্ন দেখতে পারেনি? [মাধ্যমিক বহিরাগত ২৫]

উত্তরঃ উৎস: নোবেলজয়ী চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত, নবারুণ ভট্টাচার্য অনূদিত "অসুখী একজন” কবিতা থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে।
▲ প্রদত্ত অংশে 'তারা' বলতে হাজার বছর ধরে দেবমন্দিরে ধ্যানমগ্ন শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে।
যুদ্ধের তাণ্ডবলীলার হাত থেকে দেবতারাও নিজেদের বাঁচাতে পারেননি। দৈব মহিমার অন্তঃসারশূন্যতাকে প্রমাণিত করে, দেবমন্দিরগুলি ধূলিসাৎ হয় আর ধ্যানমগ্ন অসার দেবতারা মন্দির থেকে উল্টে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। একই সঙ্গে টুকরো টুকরো হয়ে যায় মৌন দেবতাদের ধ্যানমগ্নতা আর স্বপ্নময়তা।


৫. সমস্ত সমতলে ধরে গেল আগুন'-সমতলে কেন আগুন ধরেছিল? এর পরিণতি কী হয়েছিল?

উত্তর: উৎস: নোবেলজয়ী চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত, নবারুণ ভট্টাচার্য অনূদিত "অসুখী একজন' কবিতা থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে।
রক্তের এক আগ্নেয়পাহাড় স্বরূপ ভয়ঙ্কর যুদ্ধের আগমনে সমগ্র সমতলে আগুন ধরেছিল।
▲ সমতলে আগুন লাগার ফল হয়েছিল ভয়ঙ্কর-
(ক) দেবমন্দির থেকে দেবতারা উল্টে পড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল।
(খ) কথকের স্মৃতিবিজড়িত বাড়ি এবং বাড়ির যাবতীয় আসবাবপত্র চূর্ণ-বিচূর্ণ হয়ে আগুনে
জ্বলে গিয়েছিল।
(গ) প্রাণচঞ্চল শহরটি যুদ্ধের অগ্নিদহনে কাঠ-কয়লায় ঘেরা শ্মশানে পরিণত হয়েছিল।



৬. 'সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে'- কীসের প্রভাবে সব চূর্ণ হয়ে গেল কী কী চূর্ণ হল এবং আগুনে জ্বলে গেল? [মাধ্যমিক ১৮]

উত্তর: নোবেলজয়ী চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত 'La Desdichada'-এর নবারুণ ভট্টাচার্য কর্তৃক অনূদিত 'অসুখী একজন' কবিতা থেকে প্রদত্ত অংশটি নেওয়া হয়েছে।
ভয়াবহ যুদ্ধের ধ্বংসলীলার প্রভাবে সবকিছু চূর্ণ হয়ে গিয়েছিল।
যুদ্ধ কখনো শান্তির বাণী শোনাতে আসে না। যুদ্ধ আসে ধ্বংসের আমন্ত্রণপত্র হাতে নিয়ে। সমতলের বুকে আছড়ে পড়া যুদ্ধের প্রলয়লীলার প্রভাবে কথকের স্মৃতি বিজড়িত মিষ্টি বাড়ি, বারান্দার ঝুলন্ত বিছানা, ছড়ানো করতলের মতো পাতাওয়ালা গোলাপি গাছ, ঘরের চিমনি, সাধের প্রাচীন জলতরঙ্গ-সবই চূর্ণ হয়ে যায় যুদ্ধের দাপটে, জ্বলে যায় আগুনে। পার্থিব এই সব জড় বস্তুর পাশাপাশি যুদ্ধের তাণ্ডব চূর্ণ-বিচূর্ণ করে দেয় একটি শহরের চলমান জীবন, দেবতার অস্তিত্ব আর মানুষের বিশ্বাসকে।

Related Search : অসুখী একজন কবিতা saq madhyamik 2026 || অসুখী একজন কবিতা ছোট প্রশ্নোত্তর madhyamik || অসুখী একজন কবিতা প্রশ্ন উত্তর class 10 || অসুখী একজন কবিতা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর madhyamik suggestion || অসুখী একজন কবিতা saq প্রশ্নোত্তর pdf || অসুখী একজন কবিতা madhyamik exam preparation || অসুখী একজন কবিতা প্রশ্ন উত্তর ২০২৬ ||Asukhi Ekjon poem 3 mark questions and answers || অসুখী একজন 3 মার্ক প্রশ্ন উত্তর || অসুখী একজন Bengali English mix question answer || মাধ্যমিক ২০২৬ Asukhi Ekjon question answer || Pablo Neruda অসুখী একজন poem study || Asukhi Ekjon poem important questions medium 2026 || অসুখী একজন কবিতা প্রশ্ন উত্তর for Madhyamik || অসুখী একজন analysis and questions in Bengali English || বাংলা কবিতা অসুখী একজন 3 marks questions || Asukhi Ekjon bangla poem summary and questions 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
WhatsApp Join WhatsApp Telegram Join Telegram